Australia vs Sri Lanka

গিলক্রিস্ট যা পারেননি তা-ই করে দেখালেন ক্যারে! প্রথম অসি উইকেটরক্ষক হিসাবে গড়লেন রেকর্ড

অস্ট্রেলিয়ার প্রথম উইকেটরক্ষক হিসাবে এশিয়ার পিচে টেস্টে ১৫০ রানের গণ্ডি পার করলেন ক্যারে। টপকে গেলেন গিলক্রিস্টকে। এশিয়ার পিচে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক হিসাবে রেকর্ড ক্যারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০
Share:

অ্যালেক্স ক্যারে। ছবি: এক্স।

রেকর্ড বইয়ে নাম তুললেন অ্যালেক্স ক্যারে। অস্ট্রেলিয়ার প্রথম উইকেটরক্ষক হিসাবে এশিয়ার পিচে টেস্টে ১৫০ রানের গণ্ডি পার করলেন তিনি। টপকে গেলেন অ্যাডাম গিলক্রিস্টের করা ১৪৪ রানের রেকর্ড। এত দিন এশিয়ার পিচে অস্ট্রেলিয়ার কোনও উইকেটরক্ষকের সেটাই ছিল সবচেয়ে বেশি রানের নজির।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৭তম ওভারে ১৫০ রানের গণ্ডি পার করেন ক্যারে। প্রবাত জয়সূর্যের বলে প্যাডল সুইপ মারেন তিনি। তাতেই ১৫০ রানের গণ্ডি পার। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম বার ১৫০ রান করলেন তিনি। ১৮৮ বলে ১৫৬ রান করেন ক্যারে। ১৫টি চার এবং দু’টি ছক্কা মারেন তিনি। স্ট্রাইক রেট ছিল ৮২.৯৮।

২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যান্ডিতে দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন গিলক্রিস্ট। বাংলাদেশের বিরুদ্ধেও ১৪৪ রান করেছিলেন তিনি। ২০০৬ সালে ফাতুল্লায় সেই নজির গড়েছিলেন তিনি। গিলক্রিস্টের সেই নজির ভেঙে দিলেন ক্যারে।

Advertisement

গিলক্রিস্ট ছাড়া এর আগে অস্ট্রেলিয়ার কোনও উইকেটরক্ষক এশিয়ার মাটিতে টেস্টে শতরান করেননি। ক্যারের ব্যাটে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪১৪ রান তোলে। স্টিভ স্মিথ করেন ১৩১ রান। তাঁদের দু’জনকেই আউট করেন জয়সূর্য। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২৫৭ রান করেছিল। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছে। তারা ৪২ রানে এগিয়ে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement