Shakib Al Hasan

বকেয়া ৪৮ লক্ষ টাকা, বাংলাদেশ বোর্ডের থেকে চার মাসের বেতন এখনও পাননি শাকিব

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরেই প্রকাশ্যে এসেছে শাকিব আল হাসানের বেতন বকেয়া থাকার খবর। গত বছরের শেষ চার মাসের বেতন এখনও বোর্ডের থেকে পাননি শাকিব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ২২:০৩
Share:

শাকিব আল হাসান। — ফাইল চিত্র।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বাড়ানো হয়েছে ম্যাচ ফি-ও। তার পরেই প্রকাশ্যে এসেছে শাকিব আল হাসানের বেতন বকেয়া থাকার খবর। জানা গিয়েছে, গত বছরের শেষ চার মাসের বেতন এখনও বোর্ডের থেকে পাননি শাকিব।

Advertisement

এক ওয়েবসাইটে বিসিবি-র এক কর্তা খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন, বোর্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার কারণে টাকা পাঠানো যায়নি। তিনি বলেছেন, “এটা সত্যি যে শাকিব সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের বেতন পায়নি। কারণ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়‌ করে দেওয়া হয়েছিল।”

জানা গিয়েছে, শাকিবের বকেয়ার পরিমাণ প্রায় ৪৮ লাখ বাংলাদেশি টাকা। গত বছরের ১২ ফেব্রুয়ারি বোর্ডের বৈঠকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে ছিল শাকিবের নাম। সেই টাকাই প্রাপ্য তাঁর।

Advertisement

বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদন জানিয়েছেন, শাকিব যথাসময়ে টাকা পেয়ে যাবেন। তাঁর কথায়, “চুক্তি অনুযায়ী পুরো বেতনই দেওয়া হবে শাকিবকে। খেলুক না খেলুক, চুক্তি যা হয়েছে সেটাই থাকবে। আমরা চুক্তি পালন করার চেষ্টা করব।”

গত বছর ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টে খেলার আগে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন শাকিব। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে খেলা হয়নি। শাকিব দেশেও ফিরতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement