বাংলাদেশ দলে কারা সুযোগ পেলেন? — ফাইল চিত্র।
এশিয়া কাপের জন্য ১৬ জনের দল ঘোষণা করে দিল বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে খেলতে চলেছে তারা। তিন বছর পর দলে ফিরেছেন উইকেটকিপার কাজি নুরুল হাসান সোহন। দল থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে। তিনি স্ট্যান্ডবাইয়ের তালিকায় রয়েছেন। এশিয়া কাপে গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ। তাদের সঙ্গে রয়েছে আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কা।
২০২২-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলেননি নুরুল। দলে বিকল্প উইকেটকিপারের সন্ধানেই তাঁকে নেওয়া হয়েছে। এ ছাড়াইও সাইফ হাসানকে ফেরানো হয়েছে। ২০২১-এ পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সাইফের। দেশের হয়ে পাঁচটা ম্যাচ খেলেছেন। ২০২৩-এ শেষ বার বাংলাদেশের হয়ে খেলেছেন।
সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে লিটনের নেতৃত্বে প্রথম বার টি-টোয়েন্টি সিরিজ় জিতেছে বাংলাদেশ। তার পর পাকিস্তানকেও ঘরের মাঠে হারিয়েছে। এশিয়া কাপেও সেই ছন্দই বজায় রাখতে চাইবে তারা।
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে বাংলাদেশ। সেখানেও ১৬ জনের এই দলই খেলবে। মেহেদির স্ত্রী সন্তানসম্ভবা। তাঁর পাশে থাকার জন্য নেদারল্যান্ডস সিরিজ় থেকে ছুটি নিয়েছিলেন মেহেদি। এশিয়া কাপের দলেও জায়গা পেলেন না।
এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে। এর পর তারা খেলবে শ্রীলঙ্কা (১৩ সেপ্টেম্বর) এবং আফগানিস্তানের (১৬ সেপ্টেম্বর) বিপক্ষে।
বাংলাদেশের দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শোরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মহম্মদ সইফুদ্দিন।