(বাঁ দিকে) হরমনপ্রীত কৌর ও নিগার সুলতানা জ্যোতি (ডান দিকে)। —ফাইল চিত্র।
সতীর্থদের মারার অভিযোগ উঠেছে নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে। অভিযোগ করেছেন তাঁরই এক সময়ের সতীর্থ জাহানারা আলম। এই অভিযোগের জবাব দিতে গিয়ে ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে টেনে আনলেন জ্যোতি। ২০২৩ সালে বাংলাদেশ সফরে গিয়ে একটি ম্যাচে আউট হওয়ার পর রাগে ব্যাটের আঘাতে স্টাম্প ভেঙেছিলেন হরমনপ্রীত। নিজেকে বাঁচাতে সেই ঘটনা টেনে হরমনকে ঢাল করেছেন বাংলাদেশের মহিলা দলের অধিনায়ক।
‘ডেলি ক্রিকেট’-কে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতি বলেন, “আমি কেন সতীর্থদের মারব? আমি কেন ব্যাটের আঘাতে স্টাম্প ভাঙব? আমি কি হরমনপ্রীত, যে স্টাম্প ভেঙে বেড়াব? আমি কি হরমনপ্রীত, যে সতীর্থদের মারব?” রাগ হলে তিনি অন্য কাউকে মারার বদলে নিজেকেই আঘাত করবেন বলে জানিয়েছেন জ্যোতি। তিনি বলেন, “রাগ হলে আমি ব্যাট অন্য জায়গায় ছুড়ে দেব। বা আমার হেলমেটেই ব্যাটের আঘাত দেব। কিন্তু অন্য কারও সঙ্গে লড়াই করব না। অন্য কেউ করে বলে আমিও তা করব না। দলের ক্রিকেটারদের জিজ্ঞাসা করে দেখুন, আমি কোনও দিন এ রকম কিছু করেছি কি না।”
২০২৩ সালের বাংলাদেশ সফরে তৃতীয় এক দিনের ম্যাচে হরমনপ্রীতকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। সেই সিদ্ধান্ত ভাল ভাবে নেননি হরমন। রাগে ব্যাটের আঘাতে স্টাম্প ভেঙে দেন তিনি। আম্পায়ার ও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়ান। পরে সিরিজ় জিতে ট্রফি নেওয়ার সময়ও আম্পায়ার ও বাংলাদেশের ক্রিকেটারদের খোঁচা মারেন তিনি। সেই রাগে বাংলাদেশের ক্রিকেটারেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন। সেই প্রসঙ্গ এত দিন পর আবার টেনেছেন জ্যোতি।
বাংলাদেশের দলে গত কয়েক বছর সুযোগ পাননি জাহানারা। এখন অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। সেখান থেকেই জাহানারা অভিযোগ করেছেন, তাঁকে ফোন করে দলের কেউ কেউ জানিয়েছেন, জ্যোতি তাঁদের মারধর করছেন। জ্যোতির জবাব, তিনি কাউকে মারধর করলে কেন তাঁরা জাহানারাকে ফোন করে বলবেন? বাংলাদেশের অধিনায়ক বলেন, “আমি ও রকম মেয়েই নই। শুনলাম, জাহানারা আমার বিরুদ্ধে অভিয়োগ করেছে। ওকে নাকি অস্ট্রেলিয়ায় ফোন করে কেউ বলেছে, আমি ওদের মারধর করছি। যে ছয়-সাত বছর খেলেনি, অস্ট্রেলিয়ায় থাকে, তাকে কেন কেউ ফোন করবে? দরকার হলে ম্যানেজমেন্টকে বলবে। আমিই কি তা হলে এখন সর্বেসর্বা? তাই কাউকে কিছু না বলে সকলে জাহানারাকে জানিয়েছে।”
চলতি বছর জ্যোতির নেতৃত্বেই মহিলাদের এক দিনের বিশ্বকাপ খেলতে নেমেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে তারা একটি ম্যাচই জিতেছে। পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। বাকি সব ম্যাচ হেরেছে তারা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে জ্যোতিদের।