Asia Cup 2025

এশিয়া কাপ সেপ্টেম্বরেই, আবার একই গ্রুপে ভারত-পাকিস্তান! প্রতিযোগিতা হবে কোথায়?

এশিয়া কাপের আয়োজন নিয়ে যে সংশয় ছিল তা অবশেষে কেটেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজনের দায়িত্ব নিয়েছে। জানা গিয়েছে, ভারত-পাকিস্তান আবার একই গ্রুপে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৯:১৭
Share:

এশিয়া কাপ। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের আবহে এশিয়া কাপ হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। সেই ধোঁয়াশা কাটাতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে ধোঁয়াশা কেটেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজনের দায়িত্ব নিয়েছে। তবে সব খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। জানা গিয়েছে, ভারত-পাকিস্তানকে আবার একই গ্রুপে রাখা হয়েছে। সরকারি ভাবে অবশ্য এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ২৫ সদস্যের বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। সেখানেই সমস্যা মেটে। কাউন্সিলের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ আয়োজনে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সূচি এখনও তৈরি হয়নি।” জানা গিয়েছে, ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হবে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ভারত-পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত হয়েছে। তার পরেই ভারতীয় বোর্ড জানিয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইছে না তারা। সম্প্রতি ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ ভারতীয় ক্রিকেটারদের আপত্তিতে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছে। তার মাঝেই শোনা যাচ্ছে, এশিয়া কাপে দুই দলকে এক গ্রুপে রাখা হবে। এই বিষয়ে অবশ্য সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে যদি শেষ পর্যন্ত দুই দল এক গ্রুপে থাকে তা হলে বিতর্ক আবার শুরু হতে পারে।

Advertisement

সূত্রের খবর, ৫ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান ও হংকং খেলবে প্রতিযোগিতায়। সব ম্যাচ হবে দুবাই ও আবু ধাবিতে। তবে এই বিষয়ে ভারতীয় বোর্ড এখনও কিছু জানায়নি। বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া সংবাদ সংস্থাকে বলেছেন, “আমাদের সহ-সভাপতি রাজীব শুক্ল বৈঠকে গিয়েছিলেন। উনি বাকি সদস্যদের সকল কথা বলবেন। আমি জল্পনায় বিশ্বাস করি না। খুব তাড়াতাড়ি সকল বিষয়ে ঘোষণা করা হবে।”

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিও ছিলেন বৈঠকে। তিনি জানিয়েছেন, কয়েকটা বিষয়ে আলোচনা এখনও বাকি। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, “খুব তাড়াতাড়ি সকল বিষয়ে জানিয়ে দেওয়া হবে। ভারতীয় বোর্ডের সঙ্গে আমাদের কিছু আলোচনা বাকি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ২৫ সদস্যই বৈঠকে ছিলেন। সকলে এক বিষয়েই রাজি হয়েছেন।” এখন দেখার, কবে প্রতিযোগিতার সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। নি বাকি সদস্যদের সকলবােন্ডস পেয়ে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement