প্রধান নির্বাচক অজিত আগরকর। — ফাইল চিত্র।
ভারতের নির্বাচক কমিটির প্রধান তিনি। দল নির্বাচন ঘিরে যাবতীয় প্রশ্ন এবং সমালোচনা তাঁকেই সামলাতে হয়। সেই অজিত আগরকরের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দিল ভারতীয় বোর্ড। ২০২৬-এর জুন পর্যন্ত ভারতের প্রধান নির্বাচক পদে থাকছেন আগরকর। তবে নির্বাচক কমিটি থেকে বাদ পড়তে চলেছেন একজন।
২০২৩-এর জুনে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন আগরকর। তার পর থেকে ভারতীয় দল অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি— দুটো আইসিসি ট্রফি জিতেছে তারা। ২০২৩ বিশ্বকাপের ফাইনালেও উঠেছে।
পাশাপাশি এই সময়ের মধ্যে ভারতীয় ক্রিকেটের তিন কিংবদন্তি অবসর নিয়েছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে সরে গিয়েছেন। অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। যদিও তাঁকে বাধ্য করা হয়েছে বলে অনেকের অভিমত। টেস্ট দলেও রূপান্তর হয়েছে।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর খবর অনুযায়ী, আইপিএলের আগেই আগরকরের চুক্তি বাড়ানো হয়েছে। বোর্ডের এক কর্তা বলেছেন, “ওঁর অধীনে ভারত ট্রফি জিতেছে এবং দলেও অনেক বদল হয়েছে। তাই ২০২৬-এর জুন পর্যন্ত ওঁর চুক্তি বাড়ানো হয়েছে। কয়েক মাস আগেই উনি প্রস্তাব গ্রহণ করেছেন।”
এখনকার নির্বাচক কমিটিতে আগরকর ছাড়াও শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, অজয় রাতরা এবং এস শরথ। তাঁর চার বছর পূর্ণ হচ্ছে। বোর্ড চাইছে নতুন মুখ আনতে। তাই শরথের জায়গায় নতুন কেউ নির্বাচক হতে পারেন। শিবসুন্দর এবং সুব্রতকে নিয়েও সংশয় রয়েছে। তবে বোর্ডের কর্তারা নির্বাচক কমিটির কাজে সন্তুষ্ট। তাই একটার বেশি বদল দেখতে পাওয়ার সম্ভাবনা কম।