Handshake Controversy in Women's ODI World Cup 2025

এশিয়া কাপের করমর্দন বিতর্ক বিশ্বকাপেও! পাক ক্রিকেটারদের সঙ্গে রবিবার হাত মেলানো নয়, হরমনপ্রীতদের বলে দিল বোর্ড

এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটারেরা। এমনকি, চ্যাম্পিয়ন হওয়ার পর পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করে ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ২১:৪৪
Share:

ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর (বাঁ দিকে) পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। —ফাইল চিত্র।

এশিয়া কাপের করমর্দন বিতর্ক মহিলাদের একদিনের বিশ্বকাপেও চলবে। এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটারেরা। টসের পর, এমনকি খেলা শেষেও করমর্দন হয়নি। চ্যাম্পিয়ন হয়ে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবেরা। সেই বিতর্ক এখনও চলছে। তার মধ্যেই নতুন খবর পাওয়া গিয়েছে। একই কাজ করতে দেখা যাবে হরমনপ্রীত কউরদেরও।

Advertisement

রবিবার শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের মহিলা দলের মুখোমুখি ভারত। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বোর্ড স্পষ্ট নির্দেশ দিয়েছে, হাত মেলানো যাবে না। এক সূত্র বলেছে, “বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারেরা হাত মেলাবেন না। বোর্ডের কর্তারা দলকে এই বার্তা দিয়ে দিয়েছেন। সেই কথা মেনে চলবেন ক্রিকেটারেরা।” এই রিপোর্ট অনুযায়ী, রবিবারের ম্যাচেও করমর্দন দেখা যাবে না হরমনপ্রীত কউর ও ফাতিমা সানার মধ্যে।

তবে ‘বিবিসি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া। তিনি বলেন, “আমি এখনই কিছু বলব না। তবে ওদের সঙ্গে আমার সম্পর্ক একই রয়েছে। তাতে কোনও বদল হয়নি। সব নিয়ম মেনে কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। আমি শুধু এটাই বলতে পারি যে এমসিসি-র সব নিয়ম মানা হবে। তবে করমর্দন বা আলিঙ্গন হবে কিনা সেই বিষয়ে এখনই কিছু স্পষ্ট করতে পারছি না।”

Advertisement

শইকীয়ার কথা শুনে জল্পনা শুরু হয়েছে, তবে কি দু’দেশের মহিলা ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলাবেন? তা হয়তো হবে না। শইকীয় ক্রিকেটের নিয়মের কথা বলেছেন। নিয়মে কোথাও লেখা নেই যে হাত মেলানো বাধ্যতামূলক। এটা ক্রিকেটের সৌজন্য। ফলে হাত না মেলালেও নিয়ম ভাঙবে না ভারত।

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের শুরু করেছে ভারত। সেই ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ভারতের ক্রিকেটার আমনজ্যোৎ কউরকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে কি তাঁরা হাত মেলাবেন? এই প্রশ্নের কোনও জবাব আমনজ্যোৎ দেননি। এড়িয়ে গিয়েছেন তিনি। আমনজ্যোৎ বলেন, “একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। এই ম্যাচ শেষ হয়েছে। আমরা জিতেছি। এটাই বড় কথা।” হতে পারে আমনজ্যোৎ এখনও জানেন না, দল কী সিদ্ধান্ত নেবে। সেই কারণে মুখ খোলেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement