দুবাইয়ে ভারতের অনুশীলনে সূর্যকুমার যাদব। জার্সিতে শুধু ‘ইন্ডিয়া’ লেখা। নেই কোনও স্পনসরের নাম। ছবি: বিসিসিআই।
দুবাইয়ে এশিয়া কাপ খেলতে যাওয়া ভারতীয় দলের অনুশীলনের প্রথম ছবি প্রকাশ্যে এল। আইসিসি অ্যাকাডেমিতে ভারতীয় দলের অনুশীলনের ছবি প্রকাশ্যে এনেছে বিসিসিআই।
চুলের নতুন ছাঁটে সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যদের দেখা যাচ্ছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ভারতীয় দলের অনুশীলনের জার্সি। এই প্রথম স্পনসরহীন ভারতীয় দলের জার্সি দেখা গেল। সেখানে শুধু লেখা ‘ইন্ডিয়া’। ‘ড্রিম১১’ আর স্পনসর না থাকায় এশিয়া কাপে ভারতীয় দলকে স্পনসর ছাড়াই খেলতে হবে। ভারতীয় বোর্ড সদ্য নতুন স্পনসর জোগাড় করার প্রক্রিয়া শুরু করেছে।
ভারতের অনুশীলনে দেখা যাচ্ছে সোনালি চুলের ‘নতুন’ হার্দিক ভক্তদের সঙ্গে কথা বলছেন, সই দিচ্ছেন। দেখা গিয়েছে জসপ্রীত বুমরাহ কথা বলছেন অভিষেক শর্মার সঙ্গে। সঞ্জু স্যামসন কথা বলছেন ফিল্ডিং কোচ এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। এঁরা ছাড়াও অনুশীলনে ছিলেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নি মরকেল। সূর্যকুমার, শুভমন গিল, সঞ্জু, জিতেশ শর্মা, তিলক ভার্মা এবং অভিষেক বর্ধিত ব্যাটিং সেশনে অংশ নিয়েছিলেন। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে দলের স্পনসরহীন জার্সি।
সোনালি চুলের ‘নতুন’ হার্দিক পাণ্ড্য। ছবি: বিসিসিআই।
আগামী মঙ্গলবার থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে। ভারতের প্রথম ম্যাচ বুধবার সংযুক্ত আরব আমিরাশাহির বিরুদ্ধে। এর পর ১৪ সেপ্টেম্বর পাকিস্তান ও ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলবে ভারত।
এশিয়া কাপের আগে ভারতের বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটার এক মাস বিরতি পেয়েছিলেন। দুবাইয়ের গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বোর্ড এ বার ক্রিকেটারদের কিছুটা আগেই সেখানে পাঠিয়ে দিয়েছে।