মহসিন নকভি। —ফাইল চিত্র।
পাকিস্তানের মন্ত্রী হয়েও কী ভাবে ক্রিকেট প্রশাসনে মহসিন নকভি? এই প্রশ্ন তুলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতিকে আরও কোণঠাসা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বৈঠকে নকভির দ্বৈত ভূমিকার বিরুদ্ধে সরব হতে পারেন বিসিসিআই প্রতিনিধি।
গত এশিয়া কাপের ট্রফি হস্তান্তরকে কেন্দ্র করে ভারত-পাক ক্রিকেট দ্বন্দ্ব অব্যাহত। দু’দেশের কর্তারাই নিজেদের অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট মহলের সামনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নকভির বিরুদ্ধে সুর আরও চড়ানোর পরিকল্পনা করেছেন বিসিসিআই কর্তারা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই বলা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও দেশের ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করতে পারে না তৃতীয় কোনও পক্ষ। সেই দেশের সরকারও হস্তক্ষেপ করতে পারে না। এই নিয়মকে কাজে লাগিয়েই নকভির বিরুদ্ধে সুর চড়ানোর পরিকল্পনা করছেন বিসিসিআই কর্তারা। আইসিসির বৈঠকে তাঁরা প্রশ্ন তুলবেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হয়ে নকভি কী ভাবে পিসিসি এবং এসিসির শীর্ষ পদে থাকতে পারেন? এর ফলে সরকারের মন্ত্রী সরাসরি পিসিবির কাজে হস্তক্ষেপ করছেন। আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকেও এই ইস্যুতে পাশে পাওয়ার চেষ্টা করছে বিসিসিআই।
শুক্রবার আইসিসির বৈঠকে নকভির নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার পরিকল্পনা করেছেন বিসিসিআই কর্তারা। কিন্তু পিসিবি আগেই জানিয়েছে, এ দিন আইসিসির বৈঠকে নকভি সম্ভবত উপস্থিত থাকতে পারবেন না। রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কথা তাঁর। পরিবর্ত হিসাবে থাকতে পারেন পিসিবির সিইও সুমের সৈয়দ। তাঁর উপস্থিতিতেই নকভির বিরুদ্ধে প্রশ্ন তোলার পরিকল্পনা বিসিসিআইয়ের।