আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
ভারত-পাকিস্তান সংঘর্ষের মাঝে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল। শনিবার সংঘর্ষবিরতি ঘোষণা করেছে ভারত ও পাকিস্তান। ফলে আবার আইপিএল শুরু হবে। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি বৈঠকে বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কবে থেকে আবার প্রতিযোগিতা শুরু করা যাবে সে বিষয়ে আলোচনা হবে। এই বিষয়ে রবিবার বৈঠকে বসবে আইপিএলের গভর্নিং কাউন্সিল।
বোর্ড সূত্রে খবর, শনিবার ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির পরেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে ১০ দল। তাদের নিয়ে খুব তাড়াতাড়ি বৈঠকে বসবেন বোর্ডকর্তারা। সেখানেই ঠিক হবে, কবে থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে। ইতিমধ্যে বোর্ড ১০ দলকে জানিয়ে দিয়েছে, যে সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা দেশে ফিরে গিয়েছেন, তাঁরা যেন ভারতে ফিরে আসার জন্য তৈরি থাকেন। বোর্ডের সবুজ সঙ্কেত পেলেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁদের।
আইপিএল আবার শুরু করার ভাবনা-চিন্তা যে চলছে তা জানিয়ে দিয়েছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধূমল। সংবাদমাধ্যমে তিনি বলেন, “সংঘর্ষবিরতি ঘোষণা হয়েছে। আইপিএল আবার শুরু করার বিষয়ে আমরা ভাবনা-চিন্তা করছি। যত দ্রুত শুরু করার যায়, সেই চেষ্টাই চলছে। তবে তার আগে কেন্দ্র, তারিখ সব ঠিক করতে হবে। আমরা আইপিএলের সব দল, সম্প্রচারকারী চ্যানেল ও প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সকলের সঙ্গে কথা বলব। তবে সবচেয়ে আগে আমাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে হবে।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল সংবাদ সংস্থাকে বলেছেন, “যুদ্ধ থেমে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বোর্ডের কর্তা ও আইপিএলের গভর্নিং কাউন্সিল রবিবার বৈঠকে বসবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিযোগিতা সম্পূর্ণ করার জন্য কী ভাবে সূচি তৈরি করা যেতে পারে, সে বিষয়ে আলোচনা হবে।”
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ। এই সময়ে যে ম্যাচগুলি হওয়ার কথা ছিল সে গুলির সূচি নতুন করে তৈরি করতে হবে। পাশাপাশি মাথায় রাখতে হবে ক্রিকেটারদের সুরক্ষাও। ফলে আইপিএল শুরু হলেও উত্তর ভারতের মাঠগুলিতে খেলা নিয়ে সংশয় রয়েছে। সে ক্ষেত্রে ম্যাচগুলি অন্য মাঠে হতে পারে। সেই সব সিদ্ধান্ত নিতেই বোর্ডের বৈঠক। এই বিষয়ে শুক্ল বলেন, “যখন যুদ্ধ চলছিল, তখন এই রকম একটা বিকল্প ভেবে রাখা হয়েছিল। তবে আমাদের হাতে এখন অনেক বিকল্প রয়েছে। সবে সংঘর্ষবিরতি ঘোষণা হয়েছে। আমাদের কিছুটা সময় দিন। আলোচনা করে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবারের আগে আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা প্রায় নেই। বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে এই প্রতিযোগিতা শুরু হতে পারে। বৈঠকের পরে পরিবর্তিত দিন ও সূচি জানিয়ে দেওয়া হবে।
আগের সূচি অনুযায়ী, ১৮ মে শেষ হওয়ার কথা ছিল আইপিএলের গ্রুপ পর্ব। ২৫ মে হওয়ার কথা ছিল ফাইনাল। কিন্তু মাঝে এত দিন খেলা বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করা কঠিন। আইপিএলের পরেই ভারত ইংল্যান্ড সফরে যাবে। তার আগেও ক্রিকেটারদের বিশ্রাম দিতে হবে। সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জ রয়েছে ক্রিকেট বোর্ডের সামনে। এখন দেখার, কী ভাবে বোর্ড এই সমস্যা মেটায়।