Vijay Hazare trophy

বল হাতে দাপট মনোজের, রেলওয়েজকে হারিয়ে বিজয় হজারেতে আশা বাঁচিয়ে রাখল বাংলা

বিজয় হজারে ট্রফির পঞ্চম ম্যাচে জয় পেল বাংলা। শনিবার রাঁচিতে রেলওয়েজকে হারালেন অভিমন্যুরা। এই জয়ের ফলে গ্রুপে তৃতীয় স্থানে উঠে এল বাংলা। বেঁচে রইল পরের পর্বে যাওয়ার আশা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ২০:২১
Share:

বল হাতে বাংলার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন মনোজ। ছবি: টুইটার।

বিজয় হজারে ট্রফিতে আবার জয়ের মুখ দেখল বাংলা। শনিবার রেলওয়েজকে ৫৭ রানে হারালেন অভিমন্যু ঈশ্বরণরা। প্রথমে ব্যাট করে বাংলা করে ৯ উইকেটে ২৪৮ রান। জবাবে রেলওয়েজের ইনিংস শেষ হয়ে গেল ৪৩.২ ওভারে ১৯১ রানে। বাংলার জয়ে মুখ্য ভূমিকা নিলেন বোলাররা।

Advertisement

টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠান রেলওয়েজের অধিনায়ক কর্ণ শর্মা। বাংলা দলের নতুন মুখ সুদীপ ঘরামি ৩৪ বলে ২২ রান করে আউট হয়ে গেলেও তবে অর্থশতরান করলেন অন্য ওপেনার তথা অধিনায়ক অভিমন্যু। তাঁর ব্যাট থেকে এল ৫৯ বলে ৫০ রানের ইনিংস। ন’টি চারের সাহায্যে নিজের ইনিংসটি সাজালে তিনি। ভাল রান করলেন তরুণ উইকেট রক্ষক অভিষেক পোড়েল। ৮৮ বলে ৫৪ রান করলেন। মারলেন ছ’টি বাউন্ডারি। ২৫ বলে ১৫ রান করলেন মনোজ তিওয়ারি। শেষ দিকে বাংলার ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন ঋত্বিক চট্টোপাধ্যায়। তাঁর ৪৩ বলে ৩৭ রানের ইনিংসের সুবাদেই মূলত লড়াই করার মতো জায়গায় পৌঁছায় বাংলা। এ ছাড়া বাংলার অন্য ব্যাটাররা তেমন রান পেলেন না। রেলওয়েজের সফলতম বোলার কর্ণ ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিলেন। ধ্রুশান্ত সোনি ৯ ওভারে ৪৪ রানে ৩ উইকেট নিলেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাল রেলওয়েজ। দলের পক্ষে সর্বোচ্চ রান উপেন্দ্র যাদবের ৫৪ বলে ৩৯। চারটি বাউন্ডারি মারলেন তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান বাংলার প্রাক্তন ব্যাটার অরিন্দম ঘোষের ৪৫ বলে ২৩ রান। অলরাউন্ডার যুবরাজ সিংহের ব্যাট থেকে এল ২৩ বলে ২১ রান। বাংলার বোলারদের সামনে অবশ্য রেলওয়েজের কোনও ব্যাটারকেই সচ্ছ্বন্দ দেখায়নি রাঁচির ২২ গজে।

Advertisement

ব্যাট হাতে তেমন রান না পেলেও বল হাতে ভেল্কি দেখালেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। ২৬ রান দিয়ে ৩ উইকেট তুলেন নিলেন তিনি। গীত পুরি ৩৬ রান দিয়ে ২ উইকেট এবং শাহবাজ় আহমেদ ৪১ রান দিয়ে ২ উইকেট নিলেন। একটি করে উইকেট পেয়েছেন মুকেশ কুমার, আকাশ ঘটক এবং ঋত্বিক।

শনিবার বিজয় হজারে ট্রফির পাঁচ ম্যাচে তৃতীয় জয় পেল বাংলা। অভিমন্যুদের সংগ্রহ ১২ পয়েন্ট। শীর্ষে থাকা মহারাষ্ট্রেরে সংগ্রহ পাঁচ ম্যাচে ১৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রেলওয়েজেরও স‌ংগ্রহ পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট। নেট রান রেটে তারা সামান্য এগিয়ে বাংলার থেকে। রেলের নেট রান রেট ০.৯৯৫। অন্য দিকে বাংলার নেট রান রেট ০.৯৬৩। ফলে প্রতিযোগিতার পরের পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন