Bengal Pro T20 League in Eden Gardens

ইডেনে চাঁদের হাট! বেঙ্গল প্রো টি২০ লিগে হাজির বলি তারকা আদিত্য রয় কপূর ও সারা আলি খান

ইডেন গার্ডেন্সে চলছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। সেখানেই হাজির হলেন বলিউডের দুই তারকা অদিত্য রয় কপূর ও সারা আলি খান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ২২:৩০
Share:

(বাঁ দিক থেকে) সৌরভ গঙ্গোপাধ্যায়, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সারা আলি খান ও আদিত্য রয় কপূর। ছবি: সিএবি।

আইপিএলের দৌলতে ক্রিকেটের সঙ্গে মিলে গিয়েছে বিনোদন। ক্রিকেট ম্যাচে বলিউডের তারকাদের উপস্থিতি নতুন নয়। সেই ছবি আরও এক বার দেখা গেল। ইডেন গার্ডেন্সে চলছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। সেখানেই হাজির হলেন বলিউডের দুই তারকা অদিত্য রয় কপূর ও সারা আলি খান।

Advertisement

বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও তাঁর ভাই তথা ভারতের প্রাক্তন অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁদের স্বাগত জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেনে যান আদিত্য ও সারা। স্নেহাশিস ও সৌরভ ছাড়াও বাংলার ক্রিকেট সংস্থার অন্য কর্তারাও সেখানে ছিলেন।

সৌরভ ও স্নেহাশিসের সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন আদিত্য ও সারা। তার পর বাকিদের সঙ্গে দেখা করেন তাঁরা। দুই তারকার হাতে ফুলের তোড়া ও ইডেনের বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। সেখানে ১৯৩৪ সাল থেকে ইডেনে হওয়া প্রতিটা আন্তর্জাতিক ম্যাচের তালিকা রয়েছে।

Advertisement

আগামী ৪ জুলাই মুক্তি পেতে চলেছে অনুরাগ বসুর ছবি ‘মেট্রো ইন দিনো।’ ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইন এ মেট্রো’র সিক্যুয়েল এটি। সেই ছবিতে জুটে বেঁধেছেন আদিত্য ও সারা। তারই প্রচারে শহরে এসেছেন তাঁরা। প্রচারের মাঝেই ইডেনে হাজির হলেন দুই তারকা। সারার সঙ্গে ক্রিকেটের যোগ রয়েছে। তাঁর ঠাকুর্দা মনসুর আলি খান পটৌদী ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ইডেনে পটৌদীর অনেক স্মৃতি রয়েছে। সারার সঙ্গে বাংলার যোগও রয়েছে। তাঁর ঠাকুমা শর্মিলা ঠাকুর বাংলারই মেয়ে। ঠাকুমার শহরে ছবির প্রচারে এসে ইডেন ঘুরে গেলেন সারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement