প্রতারণার দায়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
শেয়ার বাজারে লাভের টোপ দিয়ে ৩২ লক্ষ টাকা প্রতারণা করার দায়ে গ্রেফতার হয়েছেন ঋষি আরোথে নামের এক প্রাক্তন ক্রিকেটার। গ্রেফতার করা হয়েছে ইনামদার বিনায়ক রাজেন্দর ওরফে নিখিল নামের আরও এক ব্যক্তিকে। এই ঋষি বরোদার রঞ্জি দলের প্রাক্তন পেসার। ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্য ও ক্রুণাল পাণ্ড্যের সতীর্থ ছিলেন তিনি। ঋষি বরোদার প্রাক্তন ক্রিকেটার তুষার আরোথের পুত্র।
‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকেরা বডোদরা থেকে গ্রেফতার করেছেন ঋষি ও নিখিলকে। সঙ্গে ছিলেন বডোদরার পুলিশও। তাঁদের হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁদের আদালতে পেশ করা হয়েছিল। বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাঁদের।
পুলিশ জানিয়েছে, আরও কয়েক জনের সঙ্গে মিলে একটি ভুয়ো সংস্থা খুলেছিলেন ঋষি ও নিখিল। সমাজমাধ্যমে বিজ্ঞাপনও দেন তাঁরা। হোয়াটস্অ্যাপে ভুয়ো লিঙ্ক ছড়িয়ে দেন দু’জন। শেয়ার বাজারে টাকা ঢাললে বিপুল লাভের টোপ দেখাতে থাকেন তাঁরা।
সেই ফাঁদে পড়ে জানুয়ারি মাসে হায়দরাবাদের এক ব্যক্তি তাঁদের ৩২ লক্ষ টাকা দেন। পুরো টাকা গায়েব হয়ে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, অভিযুক্তেরা গুজরাতে রয়েছেন। তার পরেই বডোদরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে হায়দরাবাদ পুলিশ। গ্রেফতার করা হয় ঋষি ও নিখিলকে।
হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডেপুটি কমিশনার ডি কবিথা বলেছেন, “আট রাজ্যে ১২টি প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছেন অভিযুক্তেরা। হায়দরাবাদ ছাড়াও তেলঙ্গনা, হরিয়ানা, কেরল, জম্মু-কাশ্মীর, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে প্রতারণা করেছেন তাঁরা। দুটো মোবাইল উদ্ধার করা হয়েছে। তদম্ত চলছে।” এর আগেও এক বার প্রতারণা করে গ্রেফতার হয়েছিল ঋষি। আরও এক বার পুলিশের জালে এই প্রাক্তন ক্রিকেটার।