Rinku Singh

প্রথম বলেই উইকেট রিঙ্কুর! এশিয়া কাপের দল নির্বাচনের আগে বল হাতে চমক কেকেআর ক্রিকেটারের

মঙ্গলবার এশিয়া কাপে ভারতের দলঘোষণা। সেই দলে কি জায়গা পাবেন রিঙ্কু সিংহ? দল নির্বাচনের আগে ব্যাট নয়, বল হাতে চমক দেখালেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৭:১৭
Share:

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

এশিয়া কাপের দলে কি জায়গা পাবেন রিঙ্কু সিংহ? এটাই এখন রিঙ্কু তথা কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের প্রশ্ন। মঙ্গলবার দল নির্বাচনের পর সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তবে তার আগে ব্যাট নয়, বল হাতে চমক দেখালেন রিঙ্কু। নির্বাচকদের তিনি বোঝাতে চাইলেন, শুধু ব্যাট নয়, বল হাতেও তাঁর উপর ভরসা করা যেতে পারে।

Advertisement

উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেরঠ ম্যাভেরিকস ও কানপুর সুপারস্টার্স। মেরঠের অধিনায়ক রিঙ্কু। কানপুরের নেতৃত্বে সমীর রিজ়ভি। মেরঠের বিরুদ্ধে ২২৬ রান তাড়া করতে নেমেছিল কানপুর। রিঙ্কু ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু বল হাতে তুলে নেন। তাঁর প্রথম বল উইকেট ছেড়ে মারার চেষ্টা করেন আদর্শ সিংহ। বল সোজা উইকেটে লাগে। আদর্শকে বোল্ড করার পর রিঙ্কুর উল্লাসে ছিল আগ্রাসন। সাধারণত এতটা আগ্রাসন তিনি দেখান না। কিন্তু আইপিএলে গত দুটো মরসুম ভাল যায়নি রিঙ্কুর। সমালোচনা হচ্ছিল। সেই কারণেই হয়তো এতটা আগ্রাসন দেখা যায় তাঁর শরীরী ভাষায়।

ভারতের টি-টোয়েন্টি দলে গত দু’বছর মূলত ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে রিঙ্কুকে। পাশাপাশি মাঝেমধ্যে বলও করেছেন তিনি। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ়ের নির্ণায়ক ম্যাচে বল হাতে দলকে জিতিয়েছিলেন রিঙ্কু। তিনি আরও এক বার দেখিয়ে দিলেন যে, তাঁর উপর ভরসা রাখতেই পারেন নির্বাচকেরা।

Advertisement

প্রথমে ব্যাট করে ২২৫ রান করে মেরঠ। তাদের হয়ে ৩১ বলে অপরাজিত ৯৫ রান করেন মাধব কৌশিক। ওভার শেষ হয়ে যাওয়ায় শতরান করতে পারেননি তিনি। অক্ষয় দুবে ২৬ বলে ৪৪ ও ঋতুরাজ শর্মা ৩৬ বলে ৬০ রান করেন। জবাবে ২০ ওভারে ১৩৯ রানে ৯ উইকেটে শেষ হয় কানপুরের ইনিংস। ৮৬ রানে জেতে রিঙ্কুর মেরঠ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement