Rohit Sharma

সাড়ে ৪ কোটির নতুন গাড়ি নিয়ে মুম্বইয়ের রাস্তায় রোহিত, কোথায় গেলেন এক দিনের দলের অধিনায়ক?

রোহিত শর্মার গ্যারাজে সবচেয়ে দামি গাড়ি এখন নতুন কেনা লাল ল্যাম্বরঘিনি উরুসই। কয়েক দিন আগেই তিনি হাতে পেয়েছেন গাড়িটি। গাড়ির নম্বর প্লেটেও রয়েছে বৈশিষ্ট্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৯:৫৩
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

নতুন গাড়ি হাতে পাওয়ার পর থেকে যেন তর সইছিল না রোহিত শর্মার। লাল টুকটুকে ল্যাম্বরঘিনি উরুস নিয়ে মুম্বইয়ের রাস্তায় গতির ঝড় তুললেন ভারতের এক দিনের ক্রিকেট দলের অধিনায়ক। তাঁর সাড়ে চার কোটির গাড়ি নজর কাড়ল সহ-নাগরিকদেরও।

Advertisement

নতুন গাড়ি নিয়ে একাই বেরিয়েছিলেন রোহিত। নিজে গাড়ি চালিয়ে সব কিছু পরখ করে নিলেন। খানিক ক্ষণ চালিয়ে বাড়িতে ফিরে যান। তাঁর গাড়ি চালানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাঁর নতুন গাড়ির গতি ৩.৪ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছে যেতে পারে। রোহিতের গ্যারাজে সবচেয়ে দামি গাড়ি এখন নতুন কেনা ল্যাম্বরঘিনি উরুসই। তাঁর সংগ্রহে রয়েছে ১ কোটি ৯৯ লাখ টাকার বিএমডব্লিউ এম ৫, ১ কোটি ৫৮ লাখ টাকার মার্সিডিস বেঞ্জ জিএসএস ৪০০ডি, ১ কোটি ৯৮ লাখ টাকার মার্সিডিস বেঞ্জ এস ক্লাস এবং ৩ কোটি ৬৮ লাখ টাকার রেঞ্জ রোভার এইচএসই এলডব্লিউবি।

রোহিতের নতুন গাড়ির নম্বর প্লেটের শেষ চারটে সংখ্যা হল ৩০১৫। সংখ্যা নির্বাচনের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। এর মধ্যে রয়েছে তাঁর দুই সন্তানের জন্ম তারিখ। রোহিতের মেয়ে সামাইরার জন্মদিন ৩০ ডিসেম্বর। তাঁর ছেলে আহানের জন্মদিন ১৫ নভেম্বর। এ ছাড়া ৩০ এবং ১৫ যোগ করলে হয় ৪৫। যা রোহিতের জার্সি নম্বর।

Advertisement

গত আইপিএলের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রোহিত। ভারতীয় দলের ইংল্যান্ড সফরের সময় তিনি সেখানে ঘুরতে গিয়েছিলেন। ওভালে শুভমনদের খেলা দেখতেও গিয়েছিলেন। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement