সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।
রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিতে আগ্রহী চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। মহেন্দ্র সিংহ ধোনির বিকল্প হিসাবে তাঁকে দলে নিতে চাইছে চেন্নাই। দু’পক্ষের মধ্যে প্রাথমিক কথাও শুরু হয়েছে। তার মধ্যেই সঞ্জুকে কিনে নিল অন্য একটি দল।
সঞ্জুকে দলে নিয়ে নিলামের মোট বাজেটের অর্ধেকের বেশি ৫৩.৬ শতাংশ টাকাই খরচ করে ফেললেন একটি দলের কর্তৃপক্ষ। বাকি দল তৈরি করার জন্য তাঁদের হাতে থাকল ৪৬.৪ শতাংশ টাকা। শনিবার কেরল ক্রিকেট লিগের নিলামে ২৬ লাখ ৮০ হাজার টাকা দিয়ে সঞ্জুকে কিনল কোচি ব্লু টাইগার্স। ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটারকে নিয়ে শুরু থেকেই তুঙ্গে ছিল আগ্রহ। একাধিক দল তাঁর জন্য ঝাঁপিয়ে ছিল। শেষ হাসি হাসলেন কোচি ব্লু টাইগার্স কর্তৃপক্ষই।
কেরলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দল তৈরির মোট অনুমোদিত খরচ ৫০ লাখ টাকা। অর্থাৎ, দলের সব ক্রিকেটারের বেতন মিলিয়ে ৫০ লাখ টাকার বেশি খরচ করতে পারবে না কোনও দল। সেই ৫০ লাখ টাকার মধ্যে শুধু সঞ্জুর জন্য ২৬ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন কোচি ব্লু টাইগার্স কর্তৃপক্ষ। ফলে বাকি দল তৈরির জন্য তাঁদের হাতে থাকছে ২৩ লাখ ২০ হাজার টাকা। কেরল ক্রিকেট লিগের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন সঞ্জুই। এ জন্য অবশ্য চেন্নাইয়ের তাঁকে পেতে কোনও সমস্যা হবে না।
দামের নিরিখে সঞ্জুর পর দ্বিতীয় স্থানে রয়েছেন বিষ্ণু বিনোদ। তাঁকে ১২ লাখ ৮০ হাজার টাকায় কিনেছে কোল্লাম সেইলর্স। তৃতীয় স্থানে জলজ সাক্সেনা। তাঁকে ১২ লাখ ৪০ লাখ টাকায় কিনেছে অ্যালেপ্পি রিপলস।