Kolkata Knight Riders New Jersey

কেকেআরের সবেতে ‘তিন’! নতুন জার্সি প্রকাশ্যে, কী কী বদল নাইটদের পোশাকে?

আইপিএলের আগে নতুন জার্সি প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স। জার্সির বুকে রয়েছে তিনটি তারা। তিন বার আইপিএল জেতায় তিনটি তারা জায়গা পেয়েছে জার্সিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১২:০৮
Share:

নতুন জার্সি গায়ে কেকেআরের ক্রিকেটারেরা। (বাঁ দিক থেকে) রিঙ্কু সিংহ, মায়াঙ্ক মারকণ্ডে, বৈভব অরোরা, বেঙ্কটেশ আয়ার ও রমনদীপ সিংহ। ছবি: ভিডিয়ো থেকে।

২২ মার্চ থেকে শুরু এ বারের আইপিএল। তার আগে নতুন জার্সি প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স। জার্সির বুকে রয়েছে তিনটি তারা। তিন বার আইপিএল জেতায় তিনটি তারা জায়গা পেয়েছে জার্সিতে। মার্চ মাসের তিন তারিখ এই জার্সি প্রকাশ করা হয়েছে। মার্চ মাসও বছরের তৃতীয় মাস। ফলে সবেতেই ‘তিন’ সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

Advertisement

একটি ভিডিয়োর মাধ্যমে এই নতুন জার্সি প্রকাশ করেছে কেকেআর। যে হেতু কলকাতা তিন বার আইপিএল জিতেছে তাই এই সংখ্যাকে গুরুত্ব দিয়েছে তারা। ভিডিয়োয় নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিংহ, বেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিংহ, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মারকণ্ডে ও লবনীত সিসোদিয়াকে।

শুধু বুকে তারা নয়, এ বার জার্সির হাতায় সোনালি রঙের একটি ব্যাজও রয়েছে। গত বারের চ্যাম্পিয়ন হিসাবে হাতায় থাকবে এই লোগো। এই বার থেকেই এই নতুন বিষয়টি দেখা যাবে। কেকেআরের মূল মন্ত্র ‘করব, লড়ব, জিতব।’ সেটিও তিন শব্দ। তাই সেই মন্ত্রকেও ভিডিয়োকে তুলে এনেছে কেকেআর। এ বারের প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই সমর্থকেরা নতুন জার্সি কিনতে পারবেন।

Advertisement

২২ মার্চ উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। গত বার মেন্টর গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়স আয়ারের জুটি কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল। এ বার তাঁরা নেই। নতুন মেন্টর হিসাবে এসেছেন ডোয়েন ব্রাভো। এখনও পর্যন্ত নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি দল। কেকেআর কাকে অধিনায়ক করে সে দিকে নজর রয়েছে সমর্থকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement