India vs England 2025

বিতর্ক চলছে ম্যাঞ্চেস্টারেও, লেগে গেল ভারত-ইংল্যান্ডের দুই প্রাক্তনের, নাসেরকে জবাব কার্তিকের

লর্ডসে ইংল্যান্ডের সময় নষ্ট নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ম্যাঞ্চেস্টারে খেলতে নামার আগে সব দ্বন্দ্ব দূর করে দিয়েছেন শুভমন গিল। তবু সেই বিতর্ককে খুঁচিয়ে চলেছেন ইংরেজরা। এই নিয়ে লেগে গেল নাসের হুসেন এবং দীনেশ কার্তিকের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১২:৩৯
Share:

(বাঁ দিকে) নাসের হুসেন। দীনেশ কার্তিক (ডান দিকে)। — ফাইল চিত্র।

লর্ডসে টেস্টে ইংল্যান্ডের সময় নষ্ট নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ম্যাঞ্চেস্টারে খেলতে নামার আগে সব দ্বন্দ্ব দূর করে দিয়েছেন শুভমন গিল। তবু সেই বিতর্ককে খুঁচিয়ে চলেছেন ইংরেজরা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনই সেই বিতর্ক উস্কে দিলেন। তার পাল্টা দিলেন ভারতের দীনেশ কার্তিক।

Advertisement

ম্যাঞ্চেস্টারে প্রথম দিনের খেলার শেষ দিকে আলো কমে আসায় আম্পায়ারের কাছে অভিযোগ করেছিলেন রবীন্দ্র জাডেজা। তা পছন্দ হয়নি নাসেরের। তিনি বলেন, “সাংবাদিক বৈঠকে শুভমনের কথা শুনে এখন হাসি পাচ্ছে আমার। ইংল্যান্ড নাকি সময় নষ্ট করে ক্রিকেটীয় সংস্কৃতির বিরুদ্ধাচরণ করেছে। মানছি ইংল্যান্ড দেরি করেছে। তৃতীয় দিনে ওই একটা ওভারই হওয়ার ছিল। সব দলই এই কাজ করে। আজ ভারত সেটাই করেছে। এই আলোয় জফ্রা আর্চারকে কে দু’ওভার খেলতে চাইবে?”

তখনই নাসেরকে সংশোধন করে দেন কার্তিক। বলেন, “দুটো জিনিসে পার্থক্য রয়েছে। আমার মনে হয় ভারতের আপত্তি ছিল ৯০ সেকেন্ড দেরি করে ব্যাট করতে নামা নিয়ে। ইংল্যান্ড তো মাঠে নামতেই চাইছিল না। শুভমন ঠিক সেটাই বলেছে। ওভারের মাঝে কী হয়েছে সেটা নিয়ে ওর মাথাব্যথা ছিল না।”

Advertisement

কার্তিক আরও বলেন, “অধিনায়ক হিসাবে শুভমনকে আমার বেশ লাগছে। মাঠে উন্নতি করছে। তবে মাঠের বাইরে ওর আচরণ দেখে সবচেয়ে বেশি খুশি। গত কালের সাংবাদিক বৈঠকটা দুর্দান্ত ছিল। একটু আগ্রাসী তো হতেই হবে। অধিনায়ক হিসাবে নিজের পরিচিতি তৈরি করার চেষ্টা করছে ও। লর্ডসে দেখিয়ে দিয়েছে যে ওর মধ্যে কতটা আগ্রাসন রয়েছে।”

প্রসঙ্গত, লর্ডসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ইংরেজদেরই দুষেছিলেন শুভমন। ভারতীয় দলের অধিনায়কের অভিযোগ, ইংল্যান্ড ক্রিকেটীয় মানসিকতা দেখায়নি। শুভমন বলেছিলেন, ‘‘একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। সে দিন খেলার ৭ মিনিট বাকি ছিল। প্রথমে ইংল্যান্ডের ব্যাটারেরা মাঠে নামতেই ৯০ সেকেন্ড নষ্ট করল। ১০ বা ২০ সেকেন্ড নয়, ৯০ সেকেন্ড দেরি! হ্যাঁ অনেক দলই এমন করে। ও রকম পরিস্থিতিতে থাকলে হয়তো আমরাও যতটা সম্ভব কম ওভার খেলার চেষ্টা করতাম। কিন্তু সেটার একটা ধরন হয়। ব্যাট করতে নামতেই ৯০ সেকেন্ড দেরি কখনও ক্রিকেটীয় মানসিকতা হতে পারে না।’’

খানিকটা কটাক্ষের সুরে বলেছিলেন, ‘‘শরীরে বল লাগলে ফিজিয়োকে মাঠে ডাকার একটা মানে হয়। কিন্তু এ ক্ষেত্রেও ঠিক মানসিকতা দেখতে পাইনি আমরা।’’ লর্ডস টেস্টে তৃতীয় দিনের শেষ দিকে জ্যাক ক্রলির আঙুলের চোট পাওয়ার অভিনয়ের কথা মনে করিয়ে দিয়েছেন শুভমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement