India VS England Test Series

লর্ডস টেস্টের ২৪ ঘণ্টার মধ্যে বশিরের বদলি ঘোষণা ইংল্যান্ডের, চোট পাওয়া স্পিনারের বদলে কে এলেন

চোট পেয়ে ভারতের বিরুদ্ধে বাকি সিরিজ়ে খেলতে পারবেন না শোয়েব বশির। তাঁর পরিবর্ত ঘোষণা করে দিল ইংল্যান্ড। এক স্পিনারের বদলে আর এক স্পিনারই দলে এলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৬:২৮
Share:

চোট পেয়ে বাকি দুই টেস্ট খেলতে পারবেন না শোয়েব বশির। ছবি: রয়টার্স।

লর্ডস টেস্টে বাঁহতের আঙুলের হাড়ে চিড় ধরেছে শোয়েব বশিরের। সেই চোট নিয়েই বল করেছেন তিনি। তাঁর হাতেই জয় পেয়েছে ইংল্যান্ড। কিন্তু বশির সিরিজ়ের বাকি দুই টেস্টে খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। এক স্পিনারের বদলে আর এক স্পিনারই দলে এসেছেন।

Advertisement

বশিরের বদলে ৩৫ বছরের অভিজ্ঞ লিয়াম ডসনকে দলে নিয়েছে ইংল্যান্ড। অর্থাৎ, এক ডানহাতি স্পিনারের বদলে বাঁহাতি স্পিনারকে নেওয়া হয়েছে। শেষ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন তিনি। অর্থাৎ, ৮ বছর পর আবার ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।

ডসনের লড়াই ছিল জ্যাক লিচ, রেহান আহমেদ, উইল জ্যাক্‌স ও জেকব বেথেলের বিরুদ্ধে। কিন্তু সাম্প্রতিক ফর্ম বিচার করে তাঁকে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের জাতীয় নির্বাচক লুক রাইট বলেন, “ডসন দলে সুযোগ পাওয়ার যোগ্য। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ও হ্যাম্পশায়ারের হয়ে দুর্দান্ত খেলেছে। তাই ওকে সুযোগ দেওয়া হয়েছে।”

Advertisement

বাঁহাতি স্পিনের পাশাপাশি আট নম্বরে ডসনের ব্যাটের হাতও মন্দ নয়। তিনি খেললে ইংল্যান্ডেরই সুবিধা হবে। ক্রিস ওকস ও ব্রাইডন কার্সের পাশাপাশি আরও এক বোলার তারা পাবে যিনি ব্যাটটাও করতে পারেন। তাতে ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা আরও বাড়বে।

ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত তিনটে টেস্ট, ছ’টা এক দিন ও ১৪ টি-টোয়েন্টি খেলেছেন ডসন। ৩৫ বছর বয়স হলেও জাতীয় দলে বেশি সুযোগ পাননি তিনি। ভারতের বিরুদ্ধে যে সুযোগ তিনি পেয়েছেন তা কাজে লাগাতে চাইবেন অভিজ্ঞ স্পিনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement