জফ্রা আর্চার —ফাইল চিত্র।
দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে জোড়া স্বস্তি। প্রথমত, দলের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাহকে এই টেস্টে পাওয়া যাবে। দ্বিতীয়ত, ইংল্যান্ড এই টেস্টে খেলাবে না তাদের অ্যতম সেরা বোলার জফ্রা আর্চারকে।
বুধবার থেকে বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। সোমবার ইংল্যান্ড তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। প্রথম টেস্টে খেলা দলে কোনও পরিবর্তন করেননি বেন স্টোকসরা।
বেন স্টোকসের নেতৃত্বাধীন দল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এবং দ্বিতীয় ম্যাচের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে।
আঙুলের চোট সারিয়ে আর্চার চার বছর পর আবার টেস্ট দলে সুযোগ পেয়েছেন। কিন্তু প্রথম একাদশে জায়গা হল না তাঁর। জশ টং, ব্রাইডন কার্স এবং ক্রিস ওকসের উপরেই ভরসা রাখছে ইংল্যান্ড। ইংল্যান্ড বোর্ডের পক্ষ থেকে অবশ্য আগেই জানানো হয়েছে, পারিবারিক জরুরি অবস্থার কারণে আর্চার এখনও দলের সঙ্গে যোগ দেননি।
ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির।