ভারতীয় ক্রিকেট দল। ছবি: পিটিআই।
ওভাল টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৭৪ রানের লক্ষ্য দিয়েছে ভারতীয় দল। ম্যাচের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৫০। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন আরও ৩২৪ রান। অন্য দিকে শুভমন গিলদের ৮ উইকেট দরকার। ভারত কি পারবে ইংল্যান্ডকে অলআউট করে সিরিজ়ে সমতা ফেরাতে?
টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে ৩৭৪ রানের লক্ষ্য সহজ নয়। আবার কঠিনও নয়। এর থেকেও বেশি রান তুলে জয়ের নজির রয়েছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে। তবে ১৪৯ বছরের ইতিহাসে মাত্র দু’বার চতুর্থ ইনিংসে ৩৭৪ রানের বেশি তুলে ম্যাচ জেতার নজির রয়েছে।
১৯৪৮ সালে লিডসে চতুর্থ ইনিংসে ৪০৪ রান করে
ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। টেস্টের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত সফলতম রান
তাড়ার নজির। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ২০২২ সালে বার্মিংহাম
টেস্টে ভারতের বিরুদ্ধে ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ইংরেজরা। আবার এই
সিরিজ়েরই লিডস টেস্টে শুভমনদের দেওয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয়
ছিনিয়ে নিয়েছেন বেন স্টোকসেরা। সেই ম্যাচে ইংল্যান্ড চতুর্থ ইনিংসে করে ৫ উইকেটে
৩৭৩ রান। লিডসের ২২ গজেই ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫৯ রানের লক্ষ্য তাড়া
করে সাফল্য পেয়েছিল ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে বড় রান তাড়া করে ইংল্যান্ডের টেস্ট
জয়ের নজির আরও রয়েছে। ওভালে ৩৭৪ রানের লক্ষ্যে পৌঁছে যাওয়া অলি পোপদের পক্ষে
অসম্ভব নয়। তবে চতুর্থ ইনিংসে ৩৫০ বা তার বেশি রান তাড়া করে
জয়ের সংখ্যা টেস্টের ইতিহাসে মাত্র চারটে।
ওভালে টেস্টের চতুর্থ ইনিংসে সফলতম রান তাড়ার নজির ১২৩ বছরের পুরনো। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ২৬৩ রান করে জয় পেয়েছিল ইংল্যান্ড। আরও দু’বার ওভালে চতুর্থ ইনিংসে ২০০ রানের বেশি তাড়া করে জয়ের নজির রয়েছে। ১৯৬৩ সালে ২৫৩ রান তুলে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ়। ১৯৭২ সালে ২৪২ রানের লক্ষ্যে পৌঁছেছিল অস্ট্রেলিয়া। এ দিক থেকে ইংল্যান্ডের কাজটা বেশ কঠিন। সিরিজ়ের পঞ্চম টেস্ট জিততে হলে পোপদের ভাঙতে হবে ১২৩ বছরের রেকর্ড।
এই পরিসংখ্যান আত্মবিশ্বাসী করতে পারে শুভমনদের। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, রবিবার লন্ডনের আকাশ থাকবে মেঘলা। মধ্যাহ্নভোজের বিরতির পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ওভালের ২২ গজ তৃতীয় দিনও যথেষ্ট সবুজ দেখিয়েছে। সব মিলিয়ে জোরে বোলারদের জন্য আদর্শ পরিবেশ থাকতে পারে রবিবার। মহম্মদ সিরাজ, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণেরা সুযোগ কাজে লাগাতে পারলে ভারতের জয় অসম্ভব নয়। ইংল্যান্ডকে ৩৭২ রানের মধ্যে আটকে রাখতে পারলেই সিরিজ় ড্র করে ফেলবে ভারত।
1623095ওভালে জয়ের সম্ভাবনা রয়েছে দু’দলের সামনেই। টানটান উত্তেজনা মঞ্চ প্রস্তুত। কোন দলের ক্রিকেটীয় দক্ষতা বাজিমাত করবে, তা জানার অপেক্ষায় দু’দলের সমর্থকেরাই।