জো রুট (বাঁ দিকে) ও বেন স্টোকস। ছবি: পিটিআই।
কঠিন পরিস্থিতিতে ব্যাট করেছেন। দু’ইনিংস মিলিয়ে করেছেন ৭৭ রান। নিয়েছেন ৫ উইকেট। তাঁর একটা রান আউট খেলার ছবি বদলে দিয়েছে। স্বাভাবিক ভাবেই লর্ডসে ভারতকে হারানোর পর ম্যাচে সেরা হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। সেই স্টোকস নাকি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটের কথা শুনতেন না। সে কথা জানিয়েছেন রুট নিজেই।
লর্ডসে দু’ইনিংস মিলিয়ে মোট ৪৪ ওভার বল করেছেন স্টোকস। গত ৬ বছরে কোনও ম্যাচে তিনি এত ওভার বল করেননি। তার মধ্যে পঞ্চম দিন একটা স্পেলে ৯.২ ওভার ও আর একটা স্পেলে ১০ ওভার বল করেছেন তিনি। গত এক বছরে দু’বার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন স্টোকস। তার পরেও লর্ডসে নিজের ১০০ শতাংশ দিয়েছেন তিনি।
রুট জানিয়েছেন, স্টোকস বরাবরই এ রকম। তিনি যখন অধিনায়ক ছিলেন, তখন তাঁর কথাও শুনতেন না স্টোকস। রুট বলেন, “আপনি ওকে বোঝানোর চেষ্টা করতে পারেন। কিন্তু কোনও লাভ নেই। আমি ৫ বছর ধরে চেষ্টা করেছি। ও আমার কথা শুনত না। ওর নিজের যা মনে হবে সেটাই করবে। তাতে চোট পাওয়ার আশঙ্কা থাকলেও করবে। মাঝে মাঝে ও এতটা মরিয়া হয়ে যায় যে আমাদেরই ভয় লাগে।”
ভারতের প্রথম ইনিংস চলাকালীন বোলিং কোচ টিম সাউদিকে দিয়ে স্টোকসের জন্য বার্তা পাঠিয়েছিলেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তাঁকে বিশ্রাম নিতে বলেছিলেন। তা-ও থামেননি স্টোকস। তাঁকে দেখে ভয় হচ্ছিল রুটের। তিনি বলেন, “আমার আতঙ্ক লাগছিল। ভাবছিলাম, স্টোকস ম্যাচটা শেষ করতে পারবে তো? তার আগে ওর শরীর জবাব দেবে না তো? কিন্তু স্টোকসকে দেখে বুঝলাম, এখন নিজের শরীর ও খুব ভাল ভাবে চেনে। ও জানে, কতটা ধকল শরীরের উপর দিতে পারবে।”
চোট সারিয়ে ফিরে ভারতের বিরুদ্ধে স্টোকস যা খেলছেন তাতে মুখে হাসি ফুটেছে রুটের। তিনি জানেন, ইংল্যান্ডের ভাল ফলের জন্য স্টোকসের ফর্মে থাকা জরুরি। তিনি বলেন, “ও যে ভাবে ফিরেছে তাতে আমি খুব খুশি। ওর ফর্ম আমাদের সাফল্যের জন্য জরুরি। ও সামনে থেকে নেতৃত্ব দেয়। একা খেলার ছবি বদলে দিতে পারে। ওর মতো অধিনায়ক পেয়ে আমরা গর্বিত।”
পাঁচ টেস্টের সিরিজ়ে ২-১ এগিয়ে ইংল্যান্ড। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড।