Shoaib Bashir Ruled Out

ভারতকে হারানোর পরেই ধাক্কা স্টোকসদের, বাকি সিরিজ় থেকে বাদ লর্ডসের শেষ বলের নায়ক

আরও এক চোটের ধাক্কা ইংল্যান্ড শিবিরে। ফলে সিরিজ়ের বাকি দুই টেস্টে খেলতে পারবেন না দলের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। লর্ডসে জিততে বড় ভূমিকা নিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৩:২১
Share:

আঙুলে চোট নিয়েই লর্ডসে খেলেছেন শোয়েব বশির। ছবি: রয়টার্স।

ভারতের বিরুদ্ধে সিরিজ়ের শুরু থেকে চোটের সমস্যায় ইংল্যান্ড। দলের বেশ কয়েক জন পেসার চোটের কারণে শুরু থেকে খেলতে পারছেন না। এ বার আরও এক ক্রিকেটার চোট পেয়েছেন। ফলে সিরিজ়ের বাকি দুই টেস্টে খেলতে পারবেন না দলের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। লর্ডসে জিততে বড় ভূমিকা নিয়েছেন তিনি।

Advertisement

লর্ডসে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন শোয়েব বশির। তাঁর আঙুলের হাড়ে চিড় ধরেছে। সেই নিয়েই অবশ্য বল করেছেন তিনি। লর্ডসে ইংল্যান্ডের জয়ের নেপথ্যে বেন স্টোকস, জো রুট, জফ্রা আর্চারের মতো ক্রিকেটার থাকলেও বশিরের হাতেই শেষ হয়েছে ভারতের ইনিংস। তাঁর বলে ভারতের শেষ ব্যাটার মহম্মদ সিরাজ বোল্ড হয়েছেন। ভারতের লড়াই থামিয়েছেন তিনিই। লর্ডসে শেষ বলের নায়ক তিনি। তাঁকেই পরের দুই টেস্টে পাবেন না বেন স্টোকসেরা।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটা বিবৃতিতে সে কথা জানিয়েছে। বিবৃতিতে লেখা, “শোয়েব বশিরের বাঁহাতের আঙুলে চিড় ধরেছে। ফলে ভারতের বিরুদ্ধে বাকি দুই টেস্টে তিনি আর খেলতে পারবে না। এই সপ্তাহের শেষেই তাঁর আঙুলে অস্ত্রোপচার করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে ম্যাঞ্চেস্টার টেস্টের দল ঘোষণা করা হবে।”

Advertisement

ইংল্যান্ডের হয়ে ১৯ টেস্ট খেলেছেন বশির। এখন তিনি দলের প্রধান স্পিনার। টেস্ট কেরিয়ারে ৬৮ উইকেট নিয়েছেন বশির। ইংল্যান্ডের মাঠে খেলা থাকলে মূলত এক স্পিনার খেলায় ইংল্যান্ড। বশিরের দায়িত্ব থাকে বল একটু পুরনো হলে উইকেট তোলার চেষ্টা করা। চলতি সিরিজ়ে রান দিলেও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন বশির। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরাজের উইকেট। এখন দেখার বশিরের বিকল্প হিসাবে কাকে দলে নেয় ইংল্যান্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement