India vs Pakistan

বিশ্বকাপেও ভারত-পাক বিতর্ক! আজ়াদ কাশ্মীরের কথা বলে রবির ম‍্যাচের আগে উত্তাপ বাড়িয়ে দিলেন প্রাক্তন পাক অধিনায়ক

বিতর্কের কেন্দ্রে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মির। তিনি হঠাৎই ‘আজ়াদ কাশ্মীর’-এর কথা টেনে আনেন। এ বারের বিশ্বকাপে মির ধারাভাষ্য দিচ্ছেন। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে তিনি বিতর্কিত মন্তব্য করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২৩:১৭
Share:

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মির। ছবি: ইনস্টাগ্রাম।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্কের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই মহিলাদের বিশ্বকাপে তৈরি হল নতুন বিতর্ক। আরও এক বার জড়িয়ে পড়ল রাজনীতি।

Advertisement

বিতর্কের কেন্দ্রে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মির। তিনি হঠাৎই ‘আজ়াদ কাশ্মীর’-এর কথা টেনে আনেন। এ বারের বিশ্বকাপে মির ধারাভাষ্য দিচ্ছেন। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে তিনি বিতর্কিত মন্তব্য করেন।

ধারাভাষ্য দিতে গিয়ে পাকিস্তান দল সম্পর্কে মির বলেন, “পাকিস্তানের এই দলটা কমবয়সি ক্রিকেটারদের নিয়ে তৈরি। অনেক ক্রিকেটারই নতুন। নাতালিয়া (পারভেজ়) কাশ্মীর, আজ়াদ কাশ্মীরের মেয়ে। লাহোরে প্রচুর ক্রিকেট খেলেছে।”

Advertisement

মিরের এই মন্তব্যের পরেই বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, আইসিসি কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? কেন তাঁকে ধারাভাষ্যকারের ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হবে না? আইসিসি-র নিয়মে পরিষ্কার বলা আছে, ক্রিকেটে রাজনীতি আনা যাবে না।

সদ্যসমাপ্ত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে, খেলা চলাকালীন এবং পরে বার বার রাজনীতি জড়িয়ে পড়েছে। কখনও দুই দলের ক্রিকেটারেরা, কখনও বা বোর্ড কর্তারা রাজনৈতিক মন্তব্য করেছেন। শেষে রাজনৈতিক কারণেই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব-সহ গোটা ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করেছেন।

এই প্রেক্ষাপটে মহিলাদের বিশ্বকাপে তৈরি হল নতুন বিতর্ক, যেখানে আগামী রবিবার দুই দেশ মুখোমুখি হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement