Yahiya Suttar and Suhail Sattar

আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস, প্রথম বার একসঙ্গে খেললেন বাবা-ছেলে

আন্তর্জাতিক ক্রিকেটে একই ম্যাচে বাবা-ছেলে একসঙ্গে খেলেননি কোনও দিন। সেই ঘটনাই দেখা গেল। সুহেল সাত্তার এবং ইয়াহিয়া সুহেল নজির গড়লেন। বাবা-ছেলে একই ম্যাচে খেললেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৭:১৮
Share:

ছেলে ইয়াহিয়া সুহেল এবং বাবা সুহেল সাত্তার। ছবি: সমাজমাধ্যম।

আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন একই ম্যাচে বাবা-ছেলে খেলেননি কোনও দিন। সেই ঘটনাই দেখা গেল। টিমোর লেস্টের সুহেল সাত্তার এবং ইয়াহিয়া সুহেল নজির গড়লেন। বাবা-ছেলে একই ম্যাচে খেললেন। একসঙ্গে ম্যাচও খেলেছেন। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে টিমোর লেস্টের প্রথম আন্তর্জাতিক ম্যাচে এই নজির তৈরি হল। ৫০-এর সাত্তার একসঙ্গে খেলেছেন ১৭ বছরের ছেলে সুহেলের সঙ্গে।

Advertisement

পুরুষদের ক্রিকেটে এই ঘটনা নজির হলেও আগেই এই জিনিস দেখা গিয়েছে মহিলাদের ক্রিকেটে। সুইৎজ়ারল্যান্ডের মা-মেয়ে মেত্তি ফের্নান্দেস এবং নয়না মেত্তি সাজু একসঙ্গে ছ’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।

ঘরোয়া ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে এবং একে অপরের বিরুদ্ধে খেলার নজির অতীতে দেখা গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়‌ের ঘরোয়া ক্রিকেটে শিবনারায়ণ চন্দ্রপল এবং তাঁর ছেলে ত্যাগনারায়ণ চন্দ্রপল একসঙ্গে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৪-র মার্চে একটি ম্যাচে বাবা শিবনারায়ণের অধিনায়কত্বে খেলেছিলেন ত্যাগনারায়ণ।

Advertisement

এ বছর আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট স্পাগিজ়‌া ক্রিকেট লিগের ফাইনালে মহম্মদ নবি খেলেছিলেন তাঁর ছেলে হাসান এইসাখিলের বিরুদ্ধে।

আন্তর্জাতিক ক্রিকেটে টিমোর লেস্টের শুরুটা ভাল হয়নি। তারা তিনটি ম্যাচেই দশ উইকেটে হেরেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement