ক্রান্তি গৌড়। —ফাইল চিত্র।
মেয়ের সাফল্য চাকরি ফিরিয়ে দিচ্ছে বাবাকে। ভারতের বিশ্বকাপজয়ী দলের জোরে বোলার ক্রান্তি গৌড়ের বাবাকে ১৩ বছর পর সরকারি চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।
পুলিশে চাকরি করতেন ক্রান্তির বাবা মুন্না সিংহ গৌড়। ২০১২ সালে নির্বাচনী দায়িত্বে গাফিলতির অভিযোগে চাকরি থেকে প্রথমে সাসপেন্ড (নিলম্বিত) এবং পরে বরখাস্ত করা হয় তাঁকে। ২২ বছরের মেয়ের সাফল্যের সুবাদে সেই চাকরিই ফিরে পেতে চলেছেন মুন্না। শুক্রবার ভোপালে বিশ্বকাপজয়ী ক্রান্তিকে সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। উপস্থিত ছিলেন তাঁর বাবা মুন্না, মা নিলম সিংহ গৌড় এবং কোচ রাজীব বীরথারে। সেই অনুষ্ঠানে মুন্নার চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মোহন।
ক্রান্তিকে উদ্দেশ্য করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আমি তোমার পরিবারের সমস্যার কথা শুনেছি। রাজ্য সরকারের কাছে আবেদন করার সুযোগ রয়েছে। আমরা আইন অনুযায়ী তোমার বাবাকে চাকরিতে পুনর্বাসনের ব্যবস্থা করব।’’
মুন্না পুলিশ কনস্টেবলের চাকরি থেকে নিলম্বিত হওয়ার পর আর্থিক অনটন শুরু হয় ক্রান্তিদের পরিবারে। এক সময় আর্থিক সমস্যার জন্য ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন ক্রান্তি। মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা সে সময় জোরে বোলারের পাশে দাঁড়িয়েছিল। সেই ক্রিকেটই আবার মুন্নার চাকরি ফিরিয়ে দিচ্ছে।