Kranti Gaud

চাকরি গিয়েছিল, মেয়ে ক্রান্তির বিশ্বকাপ জয়ে ১৩ বছর পর পুলিশের কাজ ফিরে পাচ্ছেন বাবা

নির্বাচনী দায়িত্বে গাফিলতির অভিযোগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন মুন্না সিংহ গৌড়। মেয়ে ক্রান্তি গৌড়ের বিশ্বজয়ের সাফল্য তাঁকে আবার চাকরি ফিরিয়ে দিচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৬:৫৪
Share:

ক্রান্তি গৌড়। —ফাইল চিত্র।

মেয়ের সাফল্য চাকরি ফিরিয়ে দিচ্ছে বাবাকে। ভারতের বিশ্বকাপজয়ী দলের জোরে বোলার ক্রান্তি গৌড়ের বাবাকে ১৩ বছর পর সরকারি চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

Advertisement

পুলিশে চাকরি করতেন ক্রান্তির বাবা মুন্না সিংহ গৌড়। ২০১২ সালে নির্বাচনী দায়িত্বে গাফিলতির অভিযোগে চাকরি থেকে প্রথমে সাসপেন্ড (নিলম্বিত) এবং পরে বরখাস্ত করা হয় তাঁকে। ২২ বছরের মেয়ের সাফল্যের সুবাদে সেই চাকরিই ফিরে পেতে চলেছেন মুন্না। শুক্রবার ভোপালে বিশ্বকাপজয়ী ক্রান্তিকে সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। উপস্থিত ছিলেন তাঁর বাবা মুন্না, মা নিলম সিংহ গৌড় এবং কোচ রাজীব বীরথারে। সেই অনুষ্ঠানে মুন্নার চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মোহন।

ক্রান্তিকে উদ্দেশ্য করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আমি তোমার পরিবারের সমস্যার কথা শুনেছি। রাজ্য সরকারের কাছে আবেদন করার সুযোগ রয়েছে। আমরা আইন অনুযায়ী তোমার বাবাকে চাকরিতে পুনর্বাসনের ব্যবস্থা করব।’’

Advertisement

মুন্না পুলিশ কনস্টেবলের চাকরি থেকে নিলম্বিত হওয়ার পর আর্থিক অনটন শুরু হয় ক্রান্তিদের পরিবারে। এক সময় আর্থিক সমস্যার জন্য ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন ক্রান্তি। মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা সে সময় জোরে বোলারের পাশে দাঁড়িয়েছিল। সেই ক্রিকেটই আবার মুন্নার চাকরি ফিরিয়ে দিচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement