Jahanara Alam and Tamim Iqbal

জাহানারার পাশে দাঁড়িয়ে বাংলাদেশ বোর্ডকে একহাত নিলেন তামিম, স্বাধীন কমিটি গড়ে তদন্তের দাবি প্রাক্তন অধিনায়কের

বাংলাদেশের মহিলা দলে ক্রিকেটারদের যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ তুলেছিলেন জাহানারা আলম। তার সপক্ষে মুখ খুললেন তামিম ইকবাল। সমাজমাধ্যমে জাহানার পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তুলোধনা করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ২০:৫১
Share:

জাহানারা আলম। ছবি: সমাজমাধ্যম।

বাংলাদেশের মহিলা দলে ক্রিকেটারদের যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ তুলেছিলেন জাহানারা আলম। তার সপক্ষে মুখ খুললেন তামিম ইকবাল। জাতীয় দলের ক্রিকেটার তথা বোর্ডের সভাপতি পদপ্রার্থী এ দিন সমাজমাধ্যমে লম্বা পোস্টে জাহানারার পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তুলোধনা করেছেন। শুধু তা-ই নয়, স্বাধীন তদন্ত কমিটি গড়ার দাবি করেছেন তামিম, যেখানে বোর্ডের কেউ যাতে না থাকেন সেটি নিশ্চিত করতে বলেছেন।

Advertisement

তামিম লিখেছেন, “জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সে সব সত্যি হলে তা কোনও ভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা প্রাক্তন অধিনায়ক বলেই নয়, যে কোনও পর্যায়ের ক্রিকেটার হোন বা যে কোনও খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনও নারী, কারও প্রতিই এমন আচরণ কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।”

তামিমের সংযোজন, “বিসিবি একটা তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এ সব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি-র কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

Advertisement

কয়েক দিন আগে বাংলাদেশের মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও কিছু অভিযোগ করেছিলেন জাহানারা। তা বিসিবি উড়িয়ে দিয়েছিল। সেই একই ক্রিকেটার বার বার অভিযোগ করায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন তামিম।

বাংলাদেশের ওপেনার লিখেছেন, “কয়েক দিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সে সব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করেই বিসিবি যে ভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, কখনওই তা কাম্য নয়। জাহানারার অভিযাগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রত্যেক মহিলা ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এ সব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনও ভাবে হেনস্থার শিকার হয়েছেন, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন।”

তামিমের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে মহিলাদের ক্রিকেট নিয়ে উঠতি প্রজন্মের মধ্যে ভয় তৈরি হবে। তিনি লিখেছেন, “জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, যদি ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তা হলে ভবিষ্যতে কোনও মেয়ে ক্রিকেট বা যে কোনও খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসাবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement