India vs Pakistan

‘ওরা এমন মার মারবে’! হারার ভয়ে এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ না-খেলার জন্য ভারতের কাছে আর্জি প্রাক্তন পাক ক্রিকেটারের

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি ভারতীয় দল। দু’বারই নাম তুলে নিয়েছিল তারা। আসন্ন এশিয়া কাপেও ভারতের একই কাজ করা উচিত বলে মনে করেন বাসিত আলি। কেন এমন বললেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১৬:৩১
Share:

ভারত-পাকিস্তান ম্যাচের গ্যালারি। — ফাইল চিত্র।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি ভারতীয় দল। দু’বারই নাম তুলে নিয়েছিল তারা। আসন্ন এশিয়া কাপেও ভারতের একই কাজ করা উচিত বলে মনে করেন বাসিত আলি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মতে, খেলা হলে পাকিস্তানের অবস্থা খারাপ করে দেবে ভারত।

Advertisement

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে এক দিনের সিরি‌জ়‌ে হেরেছে পাকিস্তান। সে দেশের ক্রিকেটারেরা ফর্মে নেই। এই অবস্থায় এশিয়া কাপ খেলতে নামলে পাকিস্তান আরও লজ্জায় পড়বে বলে মনে করেন বাসিত।

‘দ্য গেমপ্ল্যান’ ইউটিউব চ্যানেলে বাসিত বলেছেন, “আমি প্রার্থনা করছি যাতে ভারত কোনও ভাবে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চায়। ঠিক যে কাজ ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে করেছিল। খেলা হলে ওরা আমাদের এত খারাপ ভাবে হারাবে যে আপনি ভাবতেও পারবেন না।”

Advertisement

বাসিতের মতে, পাকিস্তান যদি আফগানিস্তানের কাছে হেরে যায় তা-ও ভাল। কিন্তু ভারতের কাছে কোনও মতেই হারলে চলবে না। তিনি বলেছেন, “আফগানিস্তানের কাছে আমরা হারলেও দেশের মানুষের কিছু আসবে-যাবে না। কিন্তু ভারতের কাছে হারলে সবাই পাগল হয়ে যাবে।”

সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা। সুপার ফোর এবং ফাইনালে উঠলে আরও দু’বার মুখোমুখি হতে পারে দুই দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement