R Ashwin on India Vs England Test Series

‘বাজ়বল নয়, প্র্যাঙ্কবল খেলছে ইংল্যান্ড!’ সকলকে ধোঁকা দিয়েছেন স্টোকসেরা, অভিযোগ অশ্বিনের

ইংল্যান্ডের বিরুদ্ধে ধোঁকা দেওয়ার অভিযোগ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অভিযোগ, নিজেদের খেলার ধরন বদলে সকলকে বোকা বানানোর চেষ্টা করেছেন বেন স্টোকসেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৯:৫৫
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের ক্রিকেটারদের কাঠগড়ায় তুললেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অভিযোগ, সকলকে ধোঁকা দিয়েছেন বেন স্টোকসেরা। লর্ডসে তৃতীয় টেস্টে নিজেদের আগ্রাসী ব্যাট করার ধরন (বাজ়বল) থেকে সরে এসেছে ইংল্যান্ড। অশ্বিনের মতে, এ ভাবে খেলার ধরন বদলে সকলকে বোকা বানানোর চেষ্টা করেছে ইংল্যান্ড।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “প্রথম ইনিংসে ইংল্যান্ড ভাল খেলেছে। সকলে ভেবেছিল, ইংল্যান্ড বাজ়বলই খেলবে। কিন্তু ওরা প্র্যাঙ্কবল খেলেছে। ওরা সাধারণত ওভার প্রতি ৪, ৪.৫ রান করে করে। কিন্তু লর্ডসে ওরা ওভারে ৩ রান করে করেছে। ওরা সকলকে ধোঁকা দিয়েছে।” অশ্বিনের মতে, ইচ্ছা করে নয়, বাধ্য হয়ে এই কাজ করেছে ইংল্যান্ড। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “তবে বাধ্য হয়ে তারা এটা করেছে। যদি ওরা আগের টেস্ট জিতত তা হলে লর্ডসেও বাজ়বল খেলত। ভারত ওদের বাধ্য করেছে খেলার ধরন বদলাতে।”

ইংল্যান্ডের প্রথম ইনিংসে শতরান করেছেন জো রুট। তাঁর বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছেন অশ্বিন। তাঁর মতে, খেলার ধরন বদলে সুবিধা হয়েছে রুটের। অশ্বিন বলেন, “রুট এই ধরনের ক্রিকেট খেলতেই অভ্যস্ত। কিন্তু ওকেও খেলার ধরন বদলাতে হয়েছিল। পুরনো অভ্যাসে ফিরে ভাল দেখিয়েছে রুটকে। ওর এই ইনিংস বাকিদের কাছে শিক্ষা।”

Advertisement

এজবাস্টনে ভারতের কাছে হারের পর সেই পিচকে উপমহাদেশের পিচের সঙ্গে তুলনা করেছিলেন স্টোকস। অশ্বিনের মতে, লর্ডসের উইকেটও খানিকটা তেমনই। তিনি বলেন, “লর্ডসের পিচ দেখলে বোঝা যাবে, উপমহাদেশের উইকেটের সঙ্গে তার মিল আছে। ৬০ বছরের পর বল সাধারণত নরম হয়। কিন্তু প্রথম দিনই জাডেজার বল রুটের গোড়ালির কাছে লেগেছে। এই উইকেট ইংল্যান্ডে খুব একটা দেখা যায় না। আমার অবাক লাগছে।”

ইংল্যান্ডের উইকেটের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কও। এই উইকেটকে তিনি পাকা রাস্তার সঙ্গে তুলনা করেছেন। স্টার্ক জানিয়েছেন, এই পিচে ভারত অধিনায়ক শুভমন গিলকে কখনওই তিনি বল করতেন না। চলতি সিরিজ়ের প্রথম দুই টেস্টে একটা অর্ধশতরান ও দুটো শতরান করেছেন শুভমন। তবে লর্ডসে প্রথম ইনিংসে রান পাননি তিনি। ১৬ রান করে ফিরেছেন ভারত অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement