Danish Kaneria Slams Shahid Afridi

পরিবার, ধর্ম নিয়ে সব সময় ব্যক্তিগত আক্রমণ করে! আবার ‘অভদ্র’ আফ্রিদিকে তুলোধনা প্রাক্তন সতীর্থের

আরও এক বার পাকিস্তান ক্রিকেটকে অস্বস্তিতে ফেললেন দানিশ কানেরিয়া। শাহিদ আফ্রিদিকে নিশানা করেছেন তিনি। ইরফান পঠানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১১:০৫
Share:

শাহিদ আফ্রিদি। —ফাইল চিত্র।

আবার নিজের দেশের ক্রিকেটারেরই বিরোধিতা করতে দেখা গেল দানিশ কানেরিয়াকে। আরও এক বার পাকিস্তান ক্রিকেটকে অস্বস্তিতে ফেললেন তিনি। শাহিদ আফ্রিদিকে নিশানা করেছেন কানেরিয়া। ইরফান পঠানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ইরফান। ভারতের প্রাক্তন ক্রিকেটারের অভিযোগ, ইচ্ছা করে ব্যক্তিগত নিশানা করতেন আফ্রিদি। ফলে দু’দেশের সিরিজ় চলাকালীন তাঁর সঙ্গে আফ্রিদির মাঝেমাঝেই বিবাদ হত।

কানেরিয়ার মতে, ইরফানের এই অভিযোগ সম্পূর্ণ সত্যি। সমাজমাধ্যমে তিনি লেখেন, “ইরফান ভাই, একদম ঠিক বলেছ। ও (আফ্রিদি) সব সময় ব্যক্তিগত আক্রমণ করে। কখনও কারও পরিবার নিয়ে। আবার কখনও কারও ধর্ম নিয়ে। ভদ্রতা কোনও কালেই ওর মধ্যে ছিল না।”

Advertisement

সম্প্রতি ২০০৬ সালে পাকিস্তান সফরে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে মুখ খোলেন ইরফান। ‘লাল্লানটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা করাচি থেকে লাহৌর যাচ্ছিলাম। দুই দল একসঙ্গেই ছিল। আফ্রিদি আমার চুলে হাত দিয়ে ঘেঁটে দিচ্ছিল। আমাকে জিজ্ঞাসা করছিল, ‘বাচ্চা ছেলে, কেমন আছ?’ ও নিজেই বাচ্চাদের মতো ব্যবহার করছিল। আমি ওকে কিছুই বলিনি। হঠাৎ আমার পাশে বসে খারাপ ভাষায় কথা বলতে শুরু করল।”

অবশ্য চুপ করে থাকেননি ইরফান। উল্টে আফ্রিদিকেই চুপ করিয়ে দিয়েছিলেন তিনি। ইরফান বলেন, “আব্দুল রজ্জাক আমার পাশে বসেছিল। ওকে জিজ্ঞাসা করেছিলাম, কিসের কিসের মাংস এখানে পাওয়া যায়। ও বলেছিল, বিভিন্ন প্রাণীর মাংস পাওয়া যায়। তার পর আমি জিজ্ঞাসা করেছিলাম, কুকুরের মাংস পাওয়া যায়? রজ্জাক অবাক হয়ে বলেছিল, এ রকম কেন বলছ? জবাবে বলেছিলাম, আফ্রিদি নিশ্চয় ওই মাংস খেয়েছে। তাই ভৌ ভৌ করছে। সেটা শুনে ও পুরো চুপ করে গিয়েছিল।” এই ঘটনাতেই ইরফানকে সমর্থন করেছেন কানেরিয়া।

পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি কানেরিয়ার অভিযোগের শেষ নেই। তিনি শেষ হিন্দু খেলোয়াড়, যিনি সে দেশের হয়ে খেলেছেন। সেই কারণে, দলের মধ্যে তাঁকে হেনস্থা করা হত বলে অভিযোগ করেছিলেন কানেরিয়া। আফ্রিদি, শোয়েব আখতার-সহ বেশ কয়েক জন খেলোয়াড়ের দিকে আঙুল তুলেছিলেন তিনি। এ বার আবার এক ঘটনায় পাক ক্রিকেটারকেই দায়ী করলেন কানেরিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement