Asia Cup

বিলাসবহুল হোটেলে থাকবে বলেই ‘হাইব্রিড মডেল’ চায়নি কেউ কেউ, কর্তাদের তোপ পাক ক্রিকেটারের

পাকিস্তানের দাবি মেনেই আসন্ন এশিয়া কাপ হতে চলেছে ‘হাইব্রিড মডেলে’। পাকিস্তানের বোর্ডপ্রধানের প্রশংসা করেও কিছু কর্তাকে এক হাত নিলেন প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ১৫:৫৬
Share:

এশিয়া কাপের ট্রফি। — ফাইল চিত্র

পাকিস্তানের দাবি মেনেই আসন্ন এশিয়া কাপ হতে চলেছে ‘হাইব্রিড মডেলে’। চারটি ম্যাচ খেলা হবে পাকিস্তানে। ন’টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান নিজের দেশেই ম্যাচগুলি হবে। এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়ে যাওয়ার পরে নিজের দেশকেই কটাক্ষ করেছেন প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল। বোর্ড প্রধান নাজম শেট্টির প্রশংসা করলেও এক শ্রেণির কর্তার দিকে তোপ দেগেছেন তিনি।

Advertisement

আকমলের অভিযোগ, “পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ আনার জন্যে নাজম শেট্টিকে ধন্যবাদ দেওয়া উচিত। ওর উদ্যোগেই ম্যাচ হচ্ছে। ওঁর দলের কথা যদি বলি, তা হলে অনেকেই চেয়েছিল দুবাই বা শ্রীলঙ্কায় প্রতিযোগিতা হোক, যাতে বিদেশে গিয়ে বিলাসবহুল হোটেলে কাটাতে পারে।”

আকমলের সংযোজন, “নাজম নিজে উদ্যোগী হয়ে বিসিসিআই সভাপতি জয় শাহ এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বাকি সদস্যদের রাজি করায় হাইব্রিড মডেলে খেলার জন্যে। কাজটা সহজ ছিল না। এক সময় মনে হচ্ছিল এ বার পাকিস্তানে এশিয়া কাপটাই হবে না। আয়োজক হয়েও ম্যাচ আয়োজন করতে না পারলে খুব খারাপ হত। অনেক বার বোঝানোর পরে, আমাদের বোর্ডকর্তারা ছ’মাস অনেক পরিশ্রম করে এই কাজ করে দেখাতে পেরেছেন।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন