Shahid Afridi Angry Over Afghanistan Issue

‘আমিই ৩৫০ আফগান পরিবারের দেখভাল করি!’ রশিদেরা না খেলায় ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি

পাকিস্তানের হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হওয়ায় ত্রিদেশীয় সিরিজ় থেকে নাম তুলে নিয়েছে আফগানিস্তান। রশিদ খানদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৮:৪৬
Share:

শাহিদ আফ্রিদি। —ফাইল চিত্র।

আফগানিস্তানের সিদ্ধান্তে ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি। তিনি মেনে নিতে পারছেন না যে, আফগানিস্তান তাঁদের বিরুদ্ধে কথা বলেছে। পাকিস্তানের হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হওয়ায় ত্রিদেশীয় সিরিজ় থেকে নাম তুলে নিয়েছে আফগানিস্তান। রশিদ খানদের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন আফ্রিদি।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন আফ্রিদি। তিনি জানান, কী ভাবে বছরের পর বছর ধরে আফগানিস্তানের মানুষদের সাহায্য করছে পাকিস্তান। তিনি বলেন, “আমি এটা আশা করিনি। গত ৫০-৬০ বছর ধরে আমরা আফগানিস্তানের মানুষদের সাহায্য করছি। আমিই করাচিতে ৩৫০ আফগান পরিবারের দেখভাল করি।”

আফ্রিদির মতে, পাকিস্তান ও আফগানিস্তানের মানুষদের একসঙ্গে থাকা উচিত। কোনও ভাবেই ব্যবধান থাকা উচিত নয়। আফ্রিদি বলেন, “আমার বিশ্বাস, দু’দেশের মানুষদের মধ্যে একটা ভাল সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক থাকা উচিত। আমাদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়।”

Advertisement

সেই কারণেই আফগানিস্তানের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না আফ্রিদি। তাঁর মতে, আফগানিস্তানের মানুষদের ভুল বোঝানো হচ্ছে। তিনি বলেন, “আপনাদের উচিত ছিল আমাদের সঙ্গে আলোচনা করা। তা না করে আপনারা এমন লোকদের সঙ্গে হাত মিলিয়েছেন যাঁরা পাকিস্তানে দীর্ঘ দিন ধরে সন্ত্রাস চালাচ্ছে। আমরা বরাবর আপনাদের আশ্রয় দিয়েছি। আপনারা আমাদের দেশে ব্যবসা করেছেন। তার পর আপনাদের এ সব করা উচিত নয়।”

ত্রিদেশীয় সিরিজ় থেকে আফগানিস্তান নাম তুলে নিলেও সূচি অনুযায়ী প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রশিদদের বদলে জ়িম্বাবোয়ে তৃতীয় দল হিসাবে খেলবে। বাকি দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হবে সেই প্রতিযোগিতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement