ফাফ ডুপ্লেসি। —ফাইল চিত্র।
আইপিএলে দীর্ঘ ১৪ বছর ধরে খেলেছেন তিনি। অধিনায়কত্বও করেছেন। সেই ফাফ ডুপ্লেসি আগামী আইপিএলে খেলবেন না। নিলামের দু’সপ্তাহ আগে নাম তুলে নিয়েছেন তিনি। ১৬ ডিসেম্বর হবে আইপিএলের নিলাম। তার আগে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগে খেলার জন্য তিনি আইপিএলে খেলবেন না বলে জানিয়েছেন ডুপ্লেসি।
আইপিএলে খেলার জন্য পাকিস্তান সুপার লিগের দলে যোগ দিয়েও ছেড়ে আসার ঘটনা ঘটেছে। গত বার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কর্বিন বশ পাকিস্তানের লিগে যোগ দিয়েও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার জন্য চলে এসেছিলেন। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল পাকিস্তান সুপার লিগ। এ বার অন্য ঘটনা ঘটল।
ডুপ্লেসি একটি বিবৃতিতে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেন, “১৪ বছর পর এ বার আইপিএলের নিলামে নাম লেখাচ্ছি না। আমার কেরিয়ারে এই লিগের বিশাল গুরুত্ব রয়েছে। বিভিন্ন দলের হয়ে খেলেছি। সব দলের কাছেই সমান ভালবাসা পেয়েছি। ১৪ বছর কম নয়। আইপিএল সব সময় আমার হৃদয়ে থেকে যাবে।”
তা হলে কেন এ বার নাম লেখাচ্ছেন না ডুপ্লেসি। তিনি জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জ নিতে চান। ডুপ্লেসি বলেন, “এই বছর আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই। তাই পাকিস্তান সুপার লিগে খেলব। নতুন অভিজ্ঞতা হবে। ওখানেও অনেক প্রতিভা আছে। তাদের সঙ্গে খেলার সুযোগ হবে। নতুন দেশ, নতুন পরিবেশে খেলার জন্য মুখিয়ে আছি।”
আইপিএলের ১৪ বছরে ১৫৪ ম্যাচে ৪৭৭৩ রান করেছেন ডুপ্লেসি। ৩৫.০৯ গড় ও ১৩৫.৭৮ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ডুপ্লেসি তিন বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্বও সামলেছেন। গত বার বড় নিলামে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন তিনি। এ বারের নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল দিল্লি। ফলে নিলামে নামার কথা ছিল তাঁর। সেই নিলামের দু’সপ্তাহ আগে নাম তুলে নিলেন ডুপ্লেসি।