Rohit Sharma and Virat Kohli

রোহিত-কোহলির অবসরকে গুরুত্বই দিলেন না গম্ভীর, ধোঁয়াশা ‘রো-কো’র ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়েও

পাঁচ দিনের ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তখন সমাজমাধ্যমে বার্তা দিয়েছিলেন তিনি। এ বার এক সাক্ষাৎকারে দুই ক্রিকেটারকে নিয়ে মুখ খুলেছেন গৌতম গম্ভীর। কী বলেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৭:২৩
Share:

রোহিত শর্মা (পিছনে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

পাঁচ দিনের ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তখন সমাজমাধ্যমে বার্তা দিয়েছিলেন। এ বার এক সাক্ষাৎকারে দুই ক্রিকেটারকে নিয়ে মুখ খুলেছেন গৌতম গম্ভীর। খুব একটা গুরুত্ব দিতে চাননি দুই অভিজ্ঞ ক্রিকেটারের অবসরকে। বরং গম্ভীরের মতে, বাকিদের সামনে সুযোগ এসেছে নিজেদের মেলে ধরার।

Advertisement

এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, “আপনি কখন খেলা শুরু করবেন আর কখন শেষ করবেন, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কারও কিছু বলার অধিকার নেই। কোচ, নির্বাচক বা দেশের কেউই বলতে পারেন না কখন অবসর নেবেন আর কখন নেবেন না।”

গম্ভীরের মতে, দুই অভিজ্ঞ ক্রিকেটার সরে যাওয়ায় বাকিদের কাছে সুযোগ এসেছে নিজেদের প্রমাণ করার। ভারতের কোচ বলেছেন, “আমরা দু’জন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া খেলতে নামব। মাঝে মাঝে আমার মনে হয় এটা বাকিদের কাছে বড় সুযোগ। হাত তুলে এগিয়ে এসে ওরা বলুক, আমি প্রস্তুত।”

Advertisement

গম্ভীরের সংযোজন, “রোহিত-কোহলিকে ছাড়া খেলা কঠিন ঠিকই। তবে এই প্রশ্নের উত্তর আগেও দিয়েছি। যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহকে পাইনি তখনও এই প্রশ্ন করা হয়েছিল। আমি বলেছিলাম, একজন বাদ গেলে আর একজনের কাছে সুযোগ চলে আসে। আশা করি ভবিষ্যতেও সেটাই হবে।”

রোহিত এবং কোহলিকে একসঙ্গে ‘রো-কো’ জুটি নামেও ডাকা হয়। দু’জনেই এখন শুধু এক দিনের ক্রিকেট খেলবেন। তবে ২০২৭ সালের বিশ্বকাপে এই দু’জনকে দেখা যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রেখেছেন গম্ভীর। তাঁর জবাব, “এখনও অনেক দূরের ব্যাপার।”

একটু থেমে তাঁর সংযোজন, “আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ওটা আমাদের কাছে বড় প্রতিযোগিতা। কারণ এই দেশে আয়োজিত হবে। তাই ইংল্যান্ড সিরিজ়ের পর সম্পূর্ণ মনোযোগ থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উপরে। তা ছাড়া ২০২৭-এর নভেম্বর-ডিসেম্বর আসতে এখনও আড়াই বছর বাকি। আমি তো বরাবরই বলেছি, ভাল খেলতে থাকলে বয়স নেহাতই একটা সংখ্যা।”

অর্থাৎ গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, এক দিনের ক্রিকেটে যদি রোহিত এবং কোহলি ধারাবাহিক ভাবে ভাল খেলতে না পারেন তা হলে বিশ্বকাপেও তাঁদের জায়গা নিশ্চিত নয়। এখন দেখার, রোহিত-কোহলি কত দিন একমাত্র ফরম্যাটটিতে খেলা চালিয়ে যেতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement