India Champions vs Pakistan Champions

পহেলগাঁও কাণ্ডের জের, সমর্থকদের রোষের মুখে পাকিস্তান ম্যাচ থেকে নাম প্রত্যাহার হরভজন, পাঠান ভাইদের

পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের সম্পর্ক এখনও স্বাভাবিক নয়। তার মধ্যে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ প্রতিযোগিতায় ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। চাপের মুখে হরভজন, ইরফান এবং ইউসুফ পাঠান নাম তুলে নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ২৩:০৯
Share:

হরভজন সিংহ। — ফাইল চিত্র।

পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের সম্পর্ক এখনও স্বাভাবিক নয়। ক্রিকেট মাঠে আবার দুই দেশ কবে মুখোমুখি হবে তা-ও অজানা। তার মধ্যে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ প্রতিযোগিতায় ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। কেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয়েরা খেলছেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমর্থকেরা। চাপের মুখে সেই ম্যাচ থেকে হরভজন সিংহ, ইরফান এবং ইউসুফ পাঠান নাম তুলে নিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ডের এজবাস্টনে চলছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’। ১৮ জুলাই শুরু হয়েছে প্রতিযোগিতা। ভারতীয় দলের অধিনায়ক যুবরাজ সিংহ। খেলবেন সুরেশ রায়না, অম্বাতি রায়ডুদের মতো প্রাক্তনীরা। এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও হরভজন এবং পাঠান ভাইয়েরা যে পাকিস্তান ম্যাচে খেলবেন না, তা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। উল্লেখ্য, রবিবার এজবাস্টনে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হচ্ছে।

পহেলগাঁও কাণ্ডের পর নিজের নিজের দেশের সমর্থনে মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটারেরা। ভারতীয়দের মধ্যে সকলেই পাকিস্তানের নিন্দা করেছিলেন। পাকিস্তানের সংবাদমাধ্যমে ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন শাহিদ আফ্রিদি। তার জবাবে শিখর ধাওয়ান লিখেছিলেন, “কার্গিলেও তোমাদের হারিয়েছিলাম। এত নীচে নেমেছ, আর কত নামবে? উল্টোপাল্টা মন্তব্য করার চেয়ে নিজের দেশের ভাল হয় এমন কোনও কাজ করো। ভারতীয় সেনাদের নিয়ে আমরা গর্বিত।”

Advertisement

আফ্রিদির নেতৃত্বাধীন সেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা নিয়েই সরব হন অনেকে। সুশান্ত নামে একজন সমাজমাধ্যমে লিখেছেন, “পহেলগাঁও হামলার পিছনে যে পাকিস্তান যুক্ত, তাদের বিরুদ্ধে আমাদের যুবরাজ, হরভজন, রায়না, ধাওয়ান, পাঠান ভাইয়ের মতো প্রাক্তনীরা খেলছে! এটাই কি দেশভক্তি, না কি সবই টাকার লোভ? বিতর্ক হলে শুধু সরি বলে দায় ঝেড়ে ফেলবেন তো?”

আর এক সমর্থক লিখেছেন, “ব্যক্তিগত লিগে হরভজন, যুবরাজ এবং ধাওয়ান খুশি মনে খেলতে চলে গিয়েছে! কিন্তু সকলের সামনে ওদের দেশভক্তি উপচে পড়ে। সরকার কেন এখন চুপ? দেশভক্তি শুধু সাধারণ মানুষের জন্য, খ্যাতনামীদের জন্য নয়?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement