Cricketer's Lunch

টেস্টে মধ্যাহ্নভোজে কি খান ক্রিকেটারেরা, চা-বিরতিতে সত্যিই চা খান? উত্তর দিলেন ইংরেজ ব্যাটার

টেস্ট ম্যাচ চলাকালীন দু’বার বিরতি হয়। প্রথম বার মধ্যাহ্নভোজের, দ্বিতীয় বার চা পানের বিরতি। ক্রিকেটারেরা এই সময়ে কী করেন তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই। এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইংরেজ ক্রিকেটার অলি পোপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৯:৪০
Share:

ক্রিকেটারদের মধ্যাহ্নভোজ কেমন হয়? — প্রতিনিধিত্বমূলক চিত্র। গ্রাফিক সহায়তা: এআই।

টেস্ট ম্যাচ চলাকালীন দু’বার বিরতি হয়। প্রথম বার মধ্যাহ্নভোজের, দ্বিতীয় বার চা পানের বিরতি। ক্রিকেটারেরা এই সময়ে কী করেন তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই। তাঁরা কি সত্যিই চা-বিরতির সময়ে চা পান করেন? মধ্যাহ্নভোজে কি পেটপুরে খান? এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইংরেজ ক্রিকেটার অলি পোপ।

Advertisement

ভারতের বিরুদ্ধে সিরিজ়‌ের তিনটি ম্যাচেই খেলেছেন পোপ। দেশের হয়ে ৫৯টা টেস্ট খেলা হয়ে গিয়েছে। তিনি ‘স্কাই স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “সাধারণ মাংস, মাছ, পাস্তা এ সবই খায় ক্রিকেটারেরা। আমিও তাই খাই। যতটা সম্ভব নিজের মধ্যে জ্বালানি বাড়িয়ে নিতে চাই সকলেই।”

পোপের সংযোজন, “আমার কথাই ধরুন। যদি সেই সময় ব্যাট করি, তা হলে খুব একটা কিছু খাই না। সেই মুহূর্তে শরীর খুব একটা ভারী হয়ে যাক সেটা চাই না। তাই প্রোটিন শেক বা কলা খেয়ে পেট ভরাই। যদি সারা দিন ব্যাট করি তা হলে কিছু না খেয়েই কাটিয়ে দিতে পারি। দিনের শেষে খাই। খেয়েদেয়ে ব্যাট করা বেশ কঠিন কাজ। তার চেয়ে দিনের শেষে খাওয়াই ভাল।”

Advertisement

চা-বিরতির সময় কী হয়? পোপের উত্তর, “কেউ কেউ সত্যি করেই চা খায়। তবে আমি কফি খেতে ভালবাসি। কখনও সখনও বৃষ্টির সময়ে চা-ও মন্দ লাগে না।”

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেছিলেন পোপ। লর্ডসে ৪৪ রান করেন। তবে এজবাস্টনে রান পাননি। এখন দেখার বাকি দু’টি টেস্টে তিনি ফর্মে ফেরেন কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement