India vs England 2025

টেস্ট শুরুর আগেই শুরু কথার লড়াই! লর্ডসে ঝামেলার জন্য ভারতকেই দায়ী করলেন ইংরেজ ব্যাটার, ‘ওরাই আমাদের তাতিয়ে দিয়েছিল’

লর্ডস টেস্টে চলাকালীন একাধিক উত্তপ্ত হয়ে উঠেছিল পরিবেশ। তৃতীয় দিনের শেষে এবং চতুর্থ দিনের শেষে দুই দলের ক্রিকেটারেরাই বাগ্‌যুদ্ধে জড়িয়েছিলেন। সেই ঘটনার জন্য ভারতকেই দায়ী করলেন হ্যারি ব্রুক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ২২:৩৭
Share:

লর্ডসে ক্রলির (বাঁ দিকে) সঙ্গে শুভমনের ঝামেলা। ছবি: রয়টার্স।

লর্ডস টেস্ট চলাকালীন একাধিক বার উত্তপ্ত হয়ে উঠেছিল পরিবেশ। তৃতীয় দিনের শেষে এবং চতুর্থ দিনের শেষে দুই দলের ক্রিকেটারেরাই বাগ্‌যুদ্ধে জড়িয়েছিলেন। সেই ঘটনার জন্য ভারতকেই দায়ী করলেন হ্যারি ব্রুক। তাঁর দাবি, ভারতীয়েরাই তাঁদের রাগিয়ে দিয়েছিলেন।

Advertisement

লর্ডসে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের দুই ওপেনার জাক ক্রলি এবং বেন ডাকেট অকারণে সময় নষ্ট করছিলেন। দিনের শেষে যাতে উইকেট বাঁচিয়ে রাখা যায় তার চেষ্টা করছিলেন তাঁরা। ভারতীয় ক্রিকেটারেরা সে সময় প্রতিবাদ করেন। ইংল্যান্ডের ক্রিকেটারদের ব্যঙ্গ করেন। এমনকি শুভমনকে অশ্লীল শব্দও প্রয়োগ করতে শোনা যায়। পরের দিন একই কাজ করেন ভারতীয়েরাও। পাল্টা ভারতকে ব্যঙ্গ ফিরিয়ে দেন ইংরেজরা।

সোমবার সাংবাদিক বৈঠকে ব্রুক বলেছেন, “আমরা দেখতে পাচ্ছিলাম ভারতীয় ক্রিকেটারেরা ক্রলি এবং ডাকিকে (ডাকেট) কিছু একটা বলছিল। তাই ওদের পাল্টা দিই আমরাও। আসলে দল হিসাবে আমরা ঐক্যবদ্ধ। তাই সবাই মিলে ভারতকে পাল্টা দেওয়ার চেষ্টা করেছিলাম।”

Advertisement

ভারতকে পাল্টা দিয়ে যে তাঁরা ভুল কাজ করেননি সেটাও বলেছেন ব্রুক। তাঁর কথায়, “একদমই ঠিক হয়েছে। আমরা চেষ্টা করি ক্রিকেটীয় সংস্কৃতি যতটা সম্ভব বজায় রাখার। সে দিন বুমরাহকে মাত্র এক ওভার বল করতে হওয়ায় ওরা ক্রলি এবং ডাকির দিকে প্রায় তেড়ে এসেছিল। আমরা সেটা ভুলে যাইনি। পরের দিন আমাদের কাছে সুযোগ আসায় সেটা ফিরিয়ে দিয়েছিলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement