Gautam Gambhir

গম্ভীরের সিদ্ধান্তে অবাক ব্রুক! সিরিজ়‌ সেরার পুরস্কার ওকেই দেওয়া উচিত ছিল, কার নাম করলেন ইংরেজ ক্রিকেটার

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে দুই দলেরই একজন করে ক্রিকেটার সিরিজ় সেরার পুরস্কার পেয়েছেন। ভারতের কোচ গৌতম গম্ভীর সিরিজ়ের সেরা বেছেছেন হ্যারি ব্রুককে। তবে সেই সিদ্ধান্তে অবাক ব্রুক নিজেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৬:৪৬
Share:

গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে দুই দলেরই একজন করে ক্রিকেটার সিরিজ় সেরার পুরস্কার পেয়েছেন। এক দলের কোচ অপর দলের সেরা ক্রিকেটারকে বেছে নিয়েছেন। ভারতের কোচ গৌতম গম্ভীর সিরিজ়ের সেরা বেছেছেন হ্যারি ব্রুককে। তবে সেই সিদ্ধান্তে অবাক ব্রুক নিজেই। তাঁর মতে, এই পুরস্কার পাওয়া উচিত ছিল জো রুটের।

Advertisement

বিবিসি-কে ব্রুক বলেছেন, “রুট যত রান করেছে আমি সেটা করতে পারিনি। তাই আমার মতে, সিরিজ় সেরার পুরস্কার ওকেই দেওয়া উচিত ছিল। এত দিন ধরে ও খেলছে।”

উল্লেখ্য, ৯ ইনিংসে ৫৩৭ রান করে সিরিজ়ের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রুট। অন্য দিকে, ব্রুক করেছেন ৪৮১ রান। অনেকেই ভেবেছিলেন, রান করা এবং উইকেট নেওয়ার কারণে সিরিজ়‌ সেরা হবেন বেন স্টোকস। তা অবশ্য হয়নি।

Advertisement

ওভালে ভারত জিততে পারত না যদি ব্রুক শতরানের পর সাহসী শট খেলতে গিয়ে আউট না হয়ে যেতেন। সেই শট নিয়ে এখনও হতাশা রয়েছে ব্রুকের। বলেছেন, “ওই সময়ে খুব আত্মবিশ্বাসী ছিলাম। পরের দু’ওভারে ৩০ রান তুলে ফেলতে পারলেই ম্যাচটা জিতে জেতাম। ওটাই আমার ভাবনায় ছিল। আমি বরাবর খেলাটাকে এগিয়ে নিয়ে গিয়ে বিপক্ষের উপর চাপ বাড়াতে ভালবাসি। ভাল খেলেছি ঠিকই। কিন্তু ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল। এই হার হতাশাজনক।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement