Harshit Rana

হর্ষিতের বলে ভাঙল উইকেটের বেল, ব্যাটারের সামনে অঙ্গভঙ্গি করে আবার শাস্তি কেকেআর বোলারের

বদলাননি হর্ষিত রানা। এক বছর আগে আইপিএলে যে ধরনের অপরাধ করে শাস্তি পেয়েছিলেন, সেই অপরাধ আবারও করে বিতর্কে জড়ালেন কেকেআরের বোলার। শাস্তিও পেতে হল। জরিমানা করা হয়েছে রানাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৫:৩১
Share:

হর্ষিত রানা। ছবি: পিটিআই।

বদলাননি হর্ষিত রানা। এক বছর আগে আইপিএলে যে ধরনের অপরাধ করে শাস্তি পেয়েছিলেন, আবারও সেই অপরাধ করে বিতর্কে জড়ালেন কেকেআরের বোলার। শাস্তিও পেতে হল। জরিমানা করা হয়েছে রানাকে।

Advertisement

দিল্লির টি-টোয়েন্টি লিগে খেলছেন রানা। প্রতিযোগিতার ১৯তম ম্যাচে খেলা ছিল ওয়েস্ট দিল্লির সঙ্গে নর্থ দিল্লি স্ট্রাইকার্সের। ১৬৬ রান তাড়া করতে নেমেছিল ওয়েস্ট দিল্লি। শুরুতেই তাদের ব্যাটার আয়ুষ দোসেজার স্টাম্প ছিটকে দেন নর্থ দিল্লির নেতা রানা। বলের গতিতে বেল ভেঙে যায়। সেই ছবিও ভাইরাল হয়েছে।

তবে রানা সেখানেই থামেননি। আগ্রাসী ভঙ্গিতে উল্লাস করতে থাকেন। ব্যাটারের সামনে গিয়ে তাঁকে দ্রুত সাজঘরে ফেরার জন্য চিৎকার করতে থাকেন। এই ঘটনা কেউ ভাল ভাবে নেননি। ম্যাচের পর আচরণের জন্য রানাকে ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। রানা নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন।

Advertisement

এই ঘটনা মনে পড়িয়ে দিয়েছে ২০২৪-এর আইপিএলের একটি ম্যাচকে। দিল্লিকে হারালেও সেই ম্যাচের পর নির্বাসিত হয়েছিলেন রানা। ইডেনে গার্ডেন্সে সে দিন প্রথম ইনিংসে দিল্লি ক্যাপিটালসের ব্যাটার অভিষেক পোড়েল হর্ষিতের বিরুদ্ধে বড় শট খেলছিলেন। কয়েক বল পরে সেই অভিষেককে আউট করেন হর্ষিত। উত্তেজিত অঙ্গভঙ্গি করেন। এই কারণেই শাস্তি পেতে হয়েছিল তাঁকে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেনরিখ ক্লাসেনকে আউট করেও একই রকমেই অঙ্গভঙ্গি করেছিলেন হর্ষিত। সেই সময়ও তাঁকে জরিমানা করা হয়েছিল। দু’বার একই ভুল করায় আরও বড় শাস্তি পেয়েছিলেন তিনি।

আইপিএল একটি বিবৃতিতে জানিয়েছিল, হর্ষিত প্রতিযোগিতার নিয়ম ভেঙেছেন। দ্বিতীয় বার একই ভুল করায় শাস্তি বেড়েছে তাঁর। হর্ষিত সে বারও নিজের দোষ স্বীকার করেছিলেন। তাঁকে এক ম্যাচ নির্বাসিত করা হয়েছিল। পাশাপাশি ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement