Ben Stokes Controversy

নাইটক্লাবে মারামারি করে গ্রেফতার হওয়া থেকে ‘হ্যান্ডশেক’ বিতর্ক! বার বার ঝামেলায় জড়িয়েছেন স্টোকস, রইল ১০ ঘটনা

রবিবার ম্যাঞ্চেস্টার টেস্টের পঞ্চম দিনে ভারতের সঙ্গে ড্র করতে চেয়ে সমালোচনার মুখে পড়েছেন বেন স্টোকস। তাঁর ‘হ্যান্ডশেক’ বা হাত মিলিয়ে ড্র করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। অতীতে বহু বার তিনি বিতর্কে জড়িয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৯:২৩
Share:

বেন স্টোকস। ছবি: পিটিআই।

রবিবার ম্যাঞ্চেস্টার টেস্টের পঞ্চম দিনে নির্ধারিত সময়ের আগেই ভারতের সঙ্গে ড্র করতে চেয়ে সমালোচনার মুখে পড়েছেন বেন স্টোকস। তাঁর ‘হ্যান্ডশেক’ বা হাত মিলিয়ে ড্র করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। স্টোকস এবং বিতর্ক একই মুদ্রার এপিঠ-ওপিঠ। অতীতে বহু বার তিনি বিতর্কে জড়িয়েছেন। অধিনায়ক হওয়ার পর সেই বিতর্ক কমেছিল। রবিবার তাঁর কাজ আবার সমালোচনা বাড়িয়ে দিয়েছে।

Advertisement

১) ২০১১-এ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন স্টোকস। পুলিশকে তার কাজে বাধা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। শোনা যায়, ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন তিনি। পরে পুলিশ ছেড়ে দেয়।

২) ২০১৩-য় অস্ট্রেলিয়ায় অ্যাশেজ় সফর থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয় স্টোকসকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। দলের নিয়ম না মেনে ম্যাট কোলসের সঙ্গে মদ্যপান করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

Advertisement

৩) ২০১৪-এ ওয়েস্ট ইন্ডিজ় সফরে একটি এক দিনের ম্যাচে প্রথম বলেই রান আউট হয়ে যান স্টোকস। প্রচণ্ড রেগে গিয়ে সাজঘরে ফিরে লকারে জোরে ঘুসি মেরেছিলেন। হাত ভেঙে যায়। সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি।

৫) ২০১৬-য় একই বছরে চার বার বেশি গতিতে গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন স্টোকস। বছরের শেষ ছয় মাসে যদি কোনও ভাবে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি জোরে গাড়ি চালাতেন এবং পুলিশ ধরত তা হলে জেল খাটতে হত স্টোকসকে।

৬) ২০১৫-র এপ্রিলে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে একটি ম্যাচে মার্লন স্যামুয়েলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। স্টোকসকে আউট করে স্যামুয়েলস স্যালুট করেছিলেন। ইংরেজ ক্রিকেটার তাঁর দিকে তেড়ে যান।

৭) মোহালিতে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলার সময় আউট হওয়ার পর বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ান স্টোকস। ম্যাচ রেফারি তাঁকে শাস্তি দেন।

৮) বাংলাদেশের সাব্বির রহমানের সঙ্গে ঝামেলায় জড়ানোয় ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয় স্টোকসের। আম্পায়ার কুমার ধর্মসেনা এবং এস রবি তৎকালীন ইংরেজ অধিনায়ক অ্যালিস্টার কুককে সতর্ক করে দিয়ে জানান, স্টোকসকে সংযত হওয়ার নির্দেশ দিতে। পরে আইসিসি জানায়, স্টোকস নির্দেশ মানেননি।

৯) ২০১৫-য় ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে রান আউট থেকে বাঁচতে মিচেল স্টার্কের একটি থ্রো হাত দিয়ে থামিয়ে দেন স্টোকস। তাঁকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ নিয়ম কাজে লাগিয়ে আউট দেওয়া হয়। সেটাও পছন্দ হয়নি স্টোকসের। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান।

১০) ব্রিস্টলের একটি নাইটক্লাবে গিয়ে দু’জনের সঙ্গে মারামারি করে গ্রেফতার হন স্টোকস। সঙ্গে সতীর্থ আলেক্স হেলসও ছিলেন। প্রাক্তন সৈনিক রায়ান হেলের কপালে মেরে মাথা ফাটিয়ে দেন স্টোকস। মুখের হাড় ভেঙে যায় আর এক ব্যক্তি রায়ান আলির। ওই ঘটনার পর অ্যাশেজ়ের দু’টি টেস্টে খেলতে পারেননি। পাশ থেকে সরে গিয়েছিল স্পনসরেরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement