Suryakumar Yadav

সূর্যের মাথায় মুকুট! বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার মাঝেই সুখবর ভারতীয় দলে

পিছনে ফেলে দিলেন মহম্মদ রিজ়ওয়ানকে। প্রথম দশে রয়েছেন বিরাট কোহলি। এক সময় তিনিও ছিলেন শীর্ষে। ভারতের কোনও ব্যাটার অনেক দিন পর ক্রমতালিকার শীর্ষে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ১৫:১৯
Share:

এ বারের বিশ্বকাপে ছন্দে রয়েছেন সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র

বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। আইসিসির ক্রমতালিকায় টি-টোয়েন্টির সেরা ব্যাটার হিসাবে উঠে এলেন তিনি। পিছনে ফেলে দিলেন মহম্মদ রিজ়ওয়ানকে। প্রথম দশে রয়েছেন বিরাট কোহলি। এক সময় তিনিও ছিলেন শীর্ষে। ভারতের কোনও ব্যাটার অনেক দিন পর ক্রমতালিকার শীর্ষে।

Advertisement

প্রথম বার আইসিসির ক্রমতালিকায় শীর্ষ স্থানে সূর্য। তাঁর সংগ্রহ ৮৬৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিজ়ওয়ানের ৮৪২ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছেন নিউজ়িল্যান্ডের ডেভন কনওয়ে (৭৯২)। এক সময় এই তালিকার শীর্ষে থাকা বাবর আজ়ম নেমে গিয়েছেন চতুর্থ স্থানে। তাঁর সংগ্রহ ৭৮০ পয়েন্ট। পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম (৭৬৭)।

এ বারের বিশ্বকাপে ছন্দে রয়েছেন সূর্যকুমার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে তাঁর সংগ্রহ ১৬৪ রান। পাকিস্তান ম্যাচে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। পরের দু’টি ম্যাচেই অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫১ রান করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের অন্য ব্যাটাররা ব্যর্থ হলেও সূর্য ৬৯ রান করেন। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ৩০ রান করেন তিনি।

Advertisement

ভারতের হয়ে গত বছর অভিষেক হয় ৩১ বছরের সূর্যর। এখনও পর্যন্ত ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১২০৯ রান। গড় ৪০.৩০। একটি শতরানও রয়েছে তাঁর। এ বছর ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে শতরান করেন সূর্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে থেকেই আলোচনার কেন্দ্রে সূর্য। তাঁর সম্পর্কে নিউজ়িল্যান্ডের রস টেলর বলেন, “নিজের অভিজ্ঞতা থেকে জানি, টি-টোয়েন্টি ক্রিকেটে চার নম্বরে ব্যাট করা মোটেই সহজ নয়। লোকেশ রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির পর নেমে সেটাই করে সূর্যকুমার যাদব। যে ভাবে নিজের খেলা এগিয়ে নিয়ে যায় তাতেই বোঝা যায় কতটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলে ও। রান নেই এমন ইনিংস খুব কম ওর। টি-টোয়েন্টিতে আমার মনে হয় চার এবং পাঁচ নম্বরে ব্যাট করা সব থেকে কঠিন। হয়তো ১০ রানে ২ উইকেট পড়েছে, এমন অবস্থায় ব্যাট করতে হতে পারে। এমন অবস্থায় পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারালে ম্যাচটাই বেরিয়ে যেতে পারে হাত থেকে। কখন ধরে খেলব, কখন ঝুঁকি নেব, সেটা বুঝে খেলতে হয়। সূর্য এই কাজটা খুব ভাল করে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন