Sanju Samson on Shubman Gill

শুভমনের জন্যই জায়গা হারিয়েছেন ওপেনিংয়ে, গিলের উপর কি ক্ষুব্ধ? মুখ খুললেন সঞ্জু

টি-টোয়েন্টিতে ভারতীয় দলের ওপেনার হিসাবে খেলছেন অভিষেক শর্মা ও শুভমন গিল। ওপেনিংয়ে জায়গা হারিয়ে কি ক্ষুব্ধ সঞ্জু স্যামসন? নিজেই দিলেন জবাব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৭:০৮
Share:

সঞ্জু স্যামসন। ছবি: এক্স।

এশিয়া কাপের আগে পর্যন্ত ভারতের টি-টোয়েন্টি দলে ওপেন করতেন সঞ্জু স্যামসন। তিনটি শতরানও করেছেন। তার পরেও জায়গা গিয়েছে তাঁর। এশিয়া কাপ থেকে ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করছেন শুভমন গিল। সঞ্জু নামছেন মিডল অর্ডারে। জায়গা হারিয়ে কি শুভমনের উপর ক্ষুব্ধ সঞ্জু? নিজেই জবাব দিলেন ভারতীয় ব্যাটার।

Advertisement

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মাঝে সম্প্রচারকারী চ্যানেলে সঞ্জুকে প্রশ্ন করা হয়, জায়গা হারিয়ে কি শুভমনের উপর রাগ হয়েছে তাঁর? জবাবে সঞ্জু বলেন, “সত্যি বলতে, আমি বিভিন্ন দলের হয়ে বিভিন্ন জায়গায় ব্যাট করেছি। ভারতীয় দলে বেশ কয়েক বছর ধরে খেলছি। এখানেও বিভিন্ন ভূমিকা পালন করেছি। কখনও ওপেন করেছি। কখনও ফিনিশারের ভূমিকায় খেলেছি। এখন মিডল অর্ডারে খেলছি।”

সঞ্জু স্পষ্ট করে দিয়েছেন, তিনি আগে থেকেই জানেন যে, এই দলে যে কোনও ম্যাচে যে কোনও জায়গায় খেলতে হবে। সে ভাবেই নিজেকে তৈরি করেছেন তিনি। বাকিরাও তাই করেছেন। সঞ্জু বলেন, “এই দলে একমাত্র ওপেনারেরা নির্দিষ্ট। বাকিদের যে কোনও ম্যাচে যে কোনও জায়গায় খেলতে হবে। আমরা সে ভাবেই নিজেদের তৈরি করি। কারও উপর কোনও রাগ নেই। হতাশা নেই। ক্রিকেট উপভোগ করছি।”

Advertisement

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই লক্ষ্যে নিজেকে আরও ভাল ভাবে তৈরি করছেন সঞ্জু। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার বলেন, “আমাদের আলোচনা হয়েছে যে, বিশ্বকাপের আগে তিনটে টি-টোয়েন্টি সিরিজ়ের গুরুত্ব ঠিক কতটা। তবে আমরা অতিরিক্ত চাপ নিতে চাইছি না। একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। শারীরিক ও মানসিক ভাবে নিজেদের তরতাজা রাখছি।”

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে সঞ্জুর খেলার নিশ্চয়তা নেই। কারণ, তার আগেই চোট সারিয়ে ফিরবেন ঋষভ পন্থ। তিনি দলের এক নম্বর উইকেটরক্ষক। তিনি থাকলে সঞ্জুর উপরে কি গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবেরা ভরসা রাখবেন? আপাতত সে সব ভাবছেন না সঞ্জু। নিজেকে তৈরি করছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement