Gautam Gambhir on England Series

রোহিত-কোহলির অবসর নিয়ে আর ভাবছে না ভারত, বিরাটের জায়গায় ইংল্যান্ড সিরিজ়ে কে? বলেই দিলেন কোচ গম্ভীর

বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত। সেখানে কোহলির বদলে কে খেলবেন? ভারত ছাড়ার আগেই বলে দিলেন কোচ গৌতম গম্ভীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ২১:৫৩
Share:

সাংবাদিক বৈঠকে শুভমন গিল (বাঁ দিকে) এবং গৌতম গম্ভীর। ছবি: সমাজমাধ্যম।

ইংল্যান্ড সফরের আগে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁদের ছাড়াই ইংল্যান্ডে যাচ্ছেন গৌতম গম্ভীর, শুভমন গিলেরা। গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, রোহিত বা কোহলির অবসর নিয়ে আর কিছু ভাবছেন না তাঁরা। ইংল্যান্ডে কোহলির বদলে ভারতের প্রথম একাদশে কে খেলবেন তা-ও স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলতে উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করেন গম্ভীর ও ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমন। সেখানেই রোহিত-কোহলির অবসরের পর ভারতীয় দল চাপে থাকবে কি না তা নিয়ে গম্ভীরকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “আমাদের দলে অনেক ভাল ক্রিকেটার আছে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণরাও রয়েছে। ওটা ওদের কাছে আরও একটা সুযোগ। দলের সকলের আত্মবিশ্বাস রয়েছে। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সিরিজ়। আশা করছি আমরা ভাল খেলব।” গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, রোহিত-কোহলির না থাকা নিয়ে তিনি আর ভাবছেন না। এখন তিনি শুধু সামনের দিকে তাকাতে চাইছেন।

আট বছর পর ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন করুণ নায়ার। তাঁর নাম ঘোষণার সময় ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, করুণের ধারাবাহিকতা ও কাউন্টি খেলার অভিজ্ঞতা মাথায় রেখে কোহলির বিকল্প হিসাবে তাঁকে নেওয়া হয়েছে। সেই কথা শোনা গিয়েছে গম্ভীরের মুখেও। তিনি বলেন, “করুণ ভাল ফর্মে আছে। প্রস্তুতি ম্যাচে দ্বিশতরান করেছে। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে। ওর কাউন্টি খেলারও অভিজ্ঞতা আছে। ইংল্যান্ডে সেটা আমাদের কাজে লাগবে।” গম্ভীরের কথা থেকে স্পষ্ট, তিনি খেলবেন। করুণ মূলত মিডল অর্ডারে খেলেন। দীর্ঘ দিন ভারতের চার নম্বরে খেলতেন কোহলি। সেখানেই দেখা যাবে করুণকে।

Advertisement

ভারতের প্রথম একাদশ নির্বাচন থেকে শুরু করে জসপ্রীত বুমরাহের ধকল সামলানো নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন গম্ভীর ও শুভমন।

ভারতের প্রথম একাদশে কারা?

এই প্রশ্নের জবাবে শুভমন বলেন, “আমরা এখনও সেটা ঠিক করিনি। ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলব। ১০ দিনের একটা শিবির হবে। তার পরে ঠিক করব কারা খেলবে।” গম্ভীর আবার জোর দিয়েছেন ইংল্যান্ডের আবহাওয়ার উপর। তিনি বলেন, “কোন মাঠে পিচ কেমন সেটা দেখতে হবে। পাশাপাশি আবহাওয়ার একটা বড় ভূমিকা থাকবে। সেই সব দেখে ঠিক করতে হবে যে পেসার-অলরাউন্ডার খেলাব না স্পিনার-অলরাউন্ডার। তাই এখন থেকে প্রথম একাদশ বলা কঠিন।”

বুমরাহ কতগুলো টেস্ট খেলবেন?

বুমরাহ চোট সারিয়ে ফিরলেও তিনি যে ইংল্যান্ডে পাঁচটা টেস্ট খেলবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন আগরকর। তবে বুমরাহ কোন কোন টেস্ট খেলবেন তা এখনও ঠিক হয়নি। সেই প্রসঙ্গে গম্ভীর বলেন, “আমরা এখনও কিছু ঠিক করিনি যে ও কোন তিনটে টেস্ট খেলবে। সেটা আমরা একসঙ্গে বসে ঠিক করব। সিরিজ়ের পরিস্থিতি কেমন তার উপরেও সেটা নির্ভর করবে। তবে বুমরাহ না খেললেও আমাদের দলে ভাল পেসার রয়েছে।”

শুভমনের অধিনায়কত্বের ধরন কেমন?

প্রথম বার টেস্ট দলের অধিনায়ক হয়ে যাচ্ছেন শুভমন। দলকে কী ভাবে সামলাবেন তিনি? জবাবে দলের নতুন অধিনায়ক বলেন, “আমার কোনও নির্দিষ্ট ধরন নেই। সময়ের সঙ্গে তা বদলেছে। আমি ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করি। ওদের শক্তি, দুর্বলতা জানার চেষ্টা করি। ওদের ভরসা জেতার চেষ্টা করি। এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করি যেখানে ক্রিকেটারেরা মন খুলে খেলতে পারবে।”

সামনে থেকে নেতৃত্ব দিতে চান শুভমন

এ বার নতুন দায়িত্ব। ইংল্যান্ডের মাটিতে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে চান শুভমন। ইংল্যান্ডে সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি। শুভমন বলেন, “আমি নিজের পারফরম্যান্সের মাধ্যমে নেতৃত্ব দিতে চাই। পরিসংখ্য়ানের দিকে তাকাচ্ছি না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement