ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার। ছবি: পিটিআই।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর ক্রিকেট মাঠে প্রথম বার মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছে বেশ কয়েক দিন ধরে। ম্যাচ বয়কটের দাবি উঠেছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও আপত্তি নেই তাদের। সেই নিয়ম মেনেই রবিবার এশিয়া কাপের ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলেও প্রতিবাদ দেখাতে পারেন ভারতীয় ক্রিকেটারেরা। প্রতিবাদের নতুন ধরন দেখা যেতে পারে সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যদের কাছ থেকে।
‘এনডিটিভি’ জানিয়েছে, দুবাইয়ের মাঠে খেলা চলাকালীন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না-ও পারেন ভারতীয় ক্রিকেটারেরা। সূর্য, হার্দিকেরা জার্সিতে কালো আর্মব্যান্ড পরেও নামতে পারেন। অন্য কোনও উপায়েও প্রতিবাদ জানাতে পারেন তাঁরা।
ওই সূত্র আরও জানিয়েছে, যে হেতু দুবাইয়ের মাঠে খেলা, সে হেতু গ্যালারিতে দর্শকদের প্রতিবাদ খুব একটা বেশি দেখা যাবে না। এখনও পর্যন্ত এশিয়া কাপের কোনও ম্যাচেই ভর্তি গ্যালারি দেখা যায়নি। যা খবর, তাতে ভারত-পাকিস্তান ম্যাচেও গ্যালারির একটা অংশ ফাঁকা থাকতে পারে।
ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে ক্রিকেট খেলা উচিত কি না তা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। গত মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে গ্রুপ পর্ব ও সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি ভারত। নাম তুলে নিয়েছিল তারা। কিন্তু এশিয়া কাপে সেই ছবি দেখা যাচ্ছে না। ভারতীয় বোর্ড স্পষ্ট করে দিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ় না খেললেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি নেই তাদের।
ভারতীয় দলের অন্দরের ছবি যাতে ফুরফুরে থাকে তার চেষ্টা করছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন, বাকি কিছু না ভেবে শুধু নিজেদের খেলায় মন দিতে। পেশাদার হিসাবে খেলতে। তবে কোথাও ক্রিকেটারদের মাথাতেও হয়তো প্রতিবাদের কথা ঘুরছে। তাই নিজেদের মতো করে প্রতিবাদ করতে পারেন তাঁরা।