Rohit Sharma Weight Lose

১০ কেজি ওজন ঝরালেন রোহিত! নেপথ্যে কেকেআরের কোচ, গম্ভীরের চাপেই নিজেকে বদলে ফেললেন শর্মা

ওজন কমিয়ে ফেলেছেন রোহিত শর্মা। ১০ কেজি ওজন কমিয়েছেন ভারতের এক দিনের দলের অধিনায়ক। গৌতম গম্ভীরের চাপেই নিজেকে বদলালেন রোহিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০২
Share:

অভিষেক নায়ারের (ডান দিকে) পাশে রোহিত শর্মা। ছবি: সমাজমাধ্যম।

ভোল বদলে ফেলেছেন রোহিত শর্মা। ঝরিয়ে ফেলেছেন পেটের মেদ। এখন অনেক ছিপছিপে ভারতের এক দিনের দলের অধিনায়ক। গত এক মাসে সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন রোহিত। সেখানেই রয়েছেন অভিষেক নায়ার। কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক রোহিতের বন্ধু। তাই ওজন ঝরাতে অভিষেকের সাহায্য নিয়েছেন তিনি।

Advertisement

সামনেই অস্ট্রেলিয়ার মাটিতে এক দিনের সিরিজ় রয়েছে ভারতের। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর রোহিত এখন শুধু এক দিনের ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন। তাঁর লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ। সেই কারণেই হয়তো নিজেকে ফিট করার দিকে মন দিয়েছেন রোহিত। কারণ, ফিট না থাকলে তত দিন সর্বোচ্চ পর্যায়ে ভাল খেলা কঠিন। আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলার লক্ষ্যে নিজেকে তৈরি করছেন তিনি।

রোহিতের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিষেক। তিনিও রয়েছেন ছবিতে। সেখানে দেখা যাচ্ছে, জিমে ঘাম ঝরাচ্ছেন রোহিত। তাঁর পরনে নীল টি-শার্ট ও অফ হোয়াইট শর্টস রয়েছে। পাশে দাঁড়িয়ে অভিষেক। তিনি লিখেছেন, “১০ হাজার গ্রাম পরে। আমরা এখনও পরিশ্রম করছি।” অভিষেকের কথা থেকে স্পষ্ট, ১০ কেজি ওজন কমিয়েছেন রোহিত। আরও কমানোর চেষ্টা করছেন।

Advertisement

চলতি বছর জুন মাসে ভারতের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হয়েছেন আদ্রিয়ান লে রু। তিনি নিয়ে এসেছেন ব্রঙ্কো টেস্ট। ইয়ো-ইয়ো টেস্টের থেকেও কঠিন এই টেস্ট। ভারতীয় দলে সুযোগ পেতে হলে এই টেস্ট পাশ করতে হবে ক্রিকেটারদের। আপাতত রোহিত সেই টেস্ট পাশ করেছেন। ফলে অস্ট্রেলিয়ার এক দিনের দলে জায়গা পেতে সমস্যা নেই তাঁর।

দলের ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে লে রুকে নিয়ে এসেছেন গম্ভীর। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ফিটনেসের সঙ্গে কোনও আপস হবে না। বোঝাই যাচ্ছে প্রধান কোচের চাপেই নিজের ওজন কমিয়ে ফেললেন রোহিত। ফিটনেসের জন্য যাতে দলে সুযোগ পেতে সমস্যা না হয় সেটাই নিশ্চিত করছেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement