Shreyas Iyer Injured

চোট পাওয়ার পাঁচ দিন পর হাসপাতাল থেকে বার্তা দিলেন শ্রেয়স, কী বললেন ভারতীয় ক্রিকেটার?

গত ২৫ অক্টোবর, ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় এক দিনের ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সে দিনই। তার পাঁচ দিন পর প্রথম বার বার্তা দিলেন শ্রেয়স আয়ার। কী লিখলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১০:২১
Share:

শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।

গত ২৫ অক্টোবর, ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় এক দিনের ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সে দিনই। তার পাঁচ দিন পর প্রথম বার বার্তা দিলেন শ্রেয়স আয়ার। জানালেন নিজের শারীরিক অবস্থা। একই সঙ্গে ধন্যবাদ দিয়েছেন ভক্তদের।

Advertisement

বৃহস্পতিবার শ্রেয়স সমাজমাধ্যমে একটি বার্তা পোস্ট করেছেন। লিখেছেন, “এখন আমি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। প্রতি দিন আরও উন্নতি করছি। যে শুভেচ্ছা এবং সমর্থন পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। সত্যি খুব ভাল লেগেছে। আমার কথা আপনারা ভেবেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ।”

কী ভাবে চোট পেয়েছিলেন শ্রেয়স?

Advertisement

সিডনিতে তৃতীয় এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে লাগে শ্রেয়সের। মাঠে কিছু ক্ষণ চিকিৎসা হয়েছিল শ্রেয়সের। তার পর হেঁটেই সাজঘরে ফেরেন শ্রেয়স। কিন্তু তার পরে তাঁর শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। ফলে ভারতীয় দলের চিকিৎসক এবং ফিজিয়ো কোনও ঝুঁকি নেননি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় এক দিনের দলের সহ-অধিনায়ককে।

কী আঘাত পেয়েছিলেন?

সূত্রের খবর, ‘রিব কেজ ইনজুরি’-তে ভুগছিলেন শ্রেয়স। তাঁর শরীরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছিল বলেও জানা গিয়েছে। ‘রিব কেজ’ হল বুকের ভিতরে হাড়ের কাঠামো, যাকে ‘বক্ষপিঞ্জর’ বলে। ওই অংশের হাড় ভেঙে গেলে, হাড়ে ফাটল ধরলে বা হাড় থেঁতলে গেলে মারাত্মক অবস্থা হয় রোগীর। শরীরের ভিতরে রক্তক্ষরণ হতে শুরু করে। তবে শ্রেয়সের ক্ষেত্রে এতটাও গুরুতর অবস্থায় যায়নি বিষয়টি।

চিকিৎসা কী ভাবে?

শ্রেয়সের ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করে একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদনে অস্ত্রোপচারের কথা বলা হয়েছিল। যদিও অস্ত্রোপচারের কথা মানতে চাননি বোর্ড সচিব। তাঁর বক্তব্য ছিল, বিশেষ পদ্ধতি অবলম্বন করে ক্ষত ঠিক করেছেন চিকিৎসকেরা। যাকে অস্ত্রোপচার বলা যায় না। তিনি জানিয়েছিলেন, শ্রেয়স ২৮ অক্টোবর ফোনে কথা বলেছেন। শ্রেয়সের সিডনিবাসী এক বন্ধু বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে গিয়েছিলেন। সেই খাবারই খেয়েছিলেন ভারতীয় ব্যাটার। দেবজিৎ শইকীয়া বলেছিলেন, ‘‘চিকিৎসকদের ধারণার চেয়ে দ্রুত সেরে উঠছে শ্রেয়স। এখন ও অনেক অনেক ভাল রয়েছে। আমি ভারতীয় দলের চিকিৎসক রিজ়ওয়ান খানের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি। শ্রেয়সের জন্য তিনি সিডনিতেই রয়েছেন। সাধারণত এই ধরনের চোট সারতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে। তবে শ্রেয়স যে দ্রুততার সঙ্গে উন্নতি করছে, তাতে আরও আগে সুস্থ হয়ে উঠলে অবাক হব না।’’ বোর্ড সচিব আরও বলেছিলেন, ‘‘চিকিৎসকেরা শ্রেয়সের উন্নতিতে সন্তুষ্ট। স্বাভাবিক কাজকর্ম করতে শুরু করেছে। আঘাতটা বেশ গুরুতর ছিল। তবে এখন অনেকটাই ভাল রয়েছে। বিপদ কাটিয়ে উঠেছে। সে কারণেই সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ ওকে আইসিইউ থেকে বার করে এনেছেন।’’

সূর্যের সঙ্গে কথা

সিরিজ় শুরুর আগে ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, “আমার কথা হয়েছে ওর সঙ্গে। ওর চোটের কথা জানতে পেরেই ফোন করেছিলাম। কিন্তু পরে বুঝলাম ওর ফোন তো সঙ্গে থাকবে না। তাই ফিজিয়ো কমলেশ জৈনকে ফোন করি। উনি বলেন, শ্রেয়স স্থিতিশীল রয়েছে। তবে গত দু’দিন ধরে শ্রেয়সের সঙ্গে কথা হচ্ছে। যখন ও কথা বলতে পারছে, মেসেজের জবাব দিতে পারছে, তার মানে ও এখন অনেকটাই সুস্থ।” সূর্য জানিয়েছিলেন, চিকিৎসকেরা শ্রেয়সের দিকে নজর রেখেছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতের টি২০ অধিনায়ক বলেন, “চিকিৎসকেরা ওর সঙ্গে রয়েছে। সব কিছু ঠিক রয়েছে। কিন্তু ওকে কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। আমরাও যোগাযোগ রাখছি।” সিডনিতে ক্যাচ ধরতে গিয়ে শ্রেয়স যখন চোট পেয়েছিলেন, তখন সূর্যেরা প্রথমে ধরতে পারেননি যে, তা এত গুরুতর হতে পারে। শ্রেয়সকে সাজঘরে নিয়ে যাওয়ার পর বোঝা যায়, চোট গুরুতর। সূর্য বলেছিলেন, “আমরা তো চিকিৎসক নই। তাই বাইরে থেকে আমাদের মনে হয়েছিল, সাধারণ চোট লেগেছে। কিন্তু ওকে সাজঘরে আনার পর বুঝতে পারি, ভালই চোট লেগেছে। সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হয়নি।” সূর্যের চোট নিয়ে খানিক রসিকতাও করেছিলেন সূর্য। তিনি বলেছিলেন, “চিকিৎসকেরা বলছেন, এই ধরনের চোট বিরল। শ্রেয়স তো বিরল প্রতিভা। তাই ওর বিরল চোট লেগেছে।” তার পরেই অবশ্য সূর্য বলেন, “ঈশ্বর ওর সঙ্গে রয়েছে। বিসিসিআই সব রকম সাহায্য করছে। ওকে আমরা আমাদের সঙ্গেই দেশে ফিরিয়ে নিয়ে যাব।”

বোর্ডের বিবৃতি

বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ২৭ অক্টোবর সকালে জানিয়েছিল, ‘‘শ্রেয়সের চোটের জায়গার স্ক্যান করানো হয়েছে। ওর প্লীহায় ক্ষত দেখা গিয়েছে। চিকিৎসা চলছে। শ্রেয়সের পরিস্থিতি স্থিতিশীল। উন্নতিও হয়েছে কিছুটা। সিডনি এবং ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমানে যোগাযোগ রেখে চলা হচ্ছে। তাঁদের পরামর্শ নেওয়া হচ্ছে। ভারতীয় দলের চিকিৎসক শ্রেয়সের সঙ্গেই রয়েছেন। তিনি নির্দিষ্ট সময় অন্তর পরিস্থিতি জানাচ্ছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement