India vs England 2025

শুধু পন্থ নন, ইংল্যান্ড সফরে চোট পেয়েছিলেন আরও এক ব্যাটার, ভাঙা আঙুল নিয়েই খেলেছিলেন ওভালে

ওভাল টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন করুণ নায়ার। তাঁর হাতের আঙুলে চিড় ধরে। সেই অবস্থাতেই লড়াই চালিয়ে যান। চোটের জন্য দলীপ ট্রফি খেলতে পারবেন না করুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৭:৪৬
Share:

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

ভাঙা পা নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ। কাঁধে গুরুতর চোট নিয়ে পঞ্চম টেস্টে ব্যাট করতে নেমেছিলেন ইংল্যান্ডের ক্রিস ওকস। ওভালে আরও এক ক্রিকেটার ভাঙা আঙুল নিয়ে ব্যাট করেছেন নিঃশব্দে। ভারতীয় দলের সেই অকুতোভয় ব্যাটারের নাম প্রকাশ্যে এল সিরিজ় শেষ হওয়ার চার দিন পর।

Advertisement

নীতীশ কুমার রেড্ডি চতুর্থ টেস্টে চোট পাওয়ায় ছিটকে যান পঞ্চম টেস্ট থেকে। আকাশদীপ তৃতীয় টেস্টে চোট পাওয়ায় খেলতে পারেননি চতুর্থ টেস্ট। অনুশীলনে চোট পাওয়ায় টেস্ট অভিষেকের সুযোগ হাতছাড়া হয়েছে অর্শদীপ সিংহের। চতুর্থ টেস্টে হাঁটুতে চোট পান জসপ্রীত বুমরাহ। চতুর্থ টেস্টের আগে তৃতীয় টেস্টেও চোট পেয়েছিলেন পন্থ। ভারতীয় শিবির একের পর এক চোটের ধাক্কা সামলে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেছে। চোটের প্রভাব মাঠের লড়াইয়ে পড়তে দেননি শুভমন গিলেরা।

পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন করুণ নায়ার। তাঁর আঙুলে ছোট চিড় ধরেছিল। তা নিয়েই ব্যাট হাতে লড়াই চালিয়ে গিয়েছিলেন আট বছর পর টেস্ট দলে ফেরা ব্যাটার। একটি খাটো লেংথের বল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। কিন্তু পঞ্চম টেস্টের গুরুত্বের কথা মাথায় রেখে স্বাভাবিক ভাবে ব্যাট করে যান।

Advertisement

আঙুলে চোট নিয়ে ওভালে খেললেও দলীপ ট্রফির ম্যাচ খেলতে পারবেন না করুণ। শুক্রবার করুণের চোটের কথা প্রকাশ্যে এসেছে। মধ্যাঞ্চলের হয়ে খেলতে পারবেন না তিনি। আগামী ২৮ অগস্ট থেকে শুরু হবে দলীপ ট্রফি। তার আগে করুণের পক্ষে চোট সারিয়ে ফিট হওয়া সম্ভব নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকদের সবুজ সঙ্কেত না পেলে অনুশীলন শুরু করতে পারবেন না তিনি।

আট বছর পর টেস্ট দলে ফিরলেও ইংল্যান্ড সফরে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি করুণ। সিরিজ়ে তাঁর ব্যাট থেকে একটি অর্ধশতরান-সহ এসেছে ২০৫ রান। গত তিন মরসুম বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। এ বছর থেকে আবার নিজের রাজ্য কর্নাটকের হয়ে খেলতে দেখা যাবে ৩৩ বছরের ব্যাটারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement