যশ ঠাকুরকে (বাঁ দিকে) সামলাচ্ছেন বিদর্ভের দুই ক্রিকেটার। ছবি: পিটিআই।
মাঠে মেজাজ হারালেন ভারতের দুই ক্রিকেটার। ঝগড়া বাধালেন তাঁরা। ইরানি কাপের ফাইনালে অবশিষ্ট ভারতের যশ ঢুল ও বিদর্ভের যশ ঠাকুরের মধ্যে বিবাদ হয়েছে। তাঁদের সামলাতে হিমশিম খেতে হয় সতীর্থদের। হস্তক্ষেপ করেন আম্পায়ারেরাও।
ভারতের অধিনায়ক হিসাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছেন ঢুল। অবশিষ্ট ভারতের হয়ে ইরানি ফাইনালে খেলেছেন তিনি। বিদর্ভের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে অবশিষ্ট ভারতের জয়ের জন্য দরকার ছিল ৩৬০ রান। টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর দলকে টানছিলেন ঢুল। শতরানের দিকে এগোচ্ছিলেন তিনি।
৬৩তম ওভারে ঠাকুরের বলে আপারকাট মারেন ঢুল। বল থার্ডম্যানের দিকে যাচ্ছিল। সেখানে ছিলেন অথর্ব তাইরে। ভাল ক্যাচ ধরেন তিনি। ৯২ রানে আউট হন ঢুল। শতরান হাতছাড়া হয় তাঁর। ঢুল আউট হওয়ায় অবশিষ্ট ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়।
ঢুলকে আউট করে উত্তেজিত ভঙ্গিতে উল্লাস করছিলেন ঠাকুর। সেটা দেখে পছন্দ হয়নি ঢুলের। তিনি ঠাকুরের দিকে তেড়ে যান। তাঁকে দেখে ঢুলও এগিয়ে যান। তাঁকে এসে ধরেন আম্পায়ার। বাকি ক্রিকেটারেরাও এগিয়ে আসেন। দুই ক্রিকেটারের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। কিন্তু সতীর্থদের কারণ তাঁরা একে অপরের কাছে যেতে পারেননি। নইলে ঝামেলা আরও বাড়তে পারত। অবশেষে সাজঘরের দিকে ফিরে যান ঢুল। এই বিতর্কে হয়তো যশ আরও উত্তেজিত হয়ে পড়েছিলেন। সেই ওভারেই আকাশদীপ ও হর্ষ দুবেকে আউট করে ম্যাচ জিতিয়ে দেন তিনি।
বিতর্ক হলেও মাঠে দাপট দেখিয়েছে বিদর্ভ। তারা দেখিয়েছে, কেন তারা ভারতের সেরা দল। অবশিষ্ট ভারতকে ৯৩ রানে হারিয়েছে গত মরসুমের রঞ্জিজয়ী দল।