India VS England Test Series

ম্যাঞ্চেস্টারে খেলবেন বুমরাহ! কী ইঙ্গিত সহকারী কোচের? অনুশীলনে চোট ভারতের অন্য এক পেসারের

লর্ডসে হারের ধাক্কার পর এ বার চোটের ধাক্কা ভারতীয় দলে। অনুশীলনে চোট পেয়েছেন দলের বাঁহাতি পেসার অর্শদীপ সিংহ। বাঁহাতেই চোট পেয়েছেন বাঁহাতি পেসার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৯:৪৭
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

লর্ডসে ইংল্যান্ডের কাছে ২২ রানে হারের পর সিরিজ়ে ফেরার লড়াই ভারতের। লর্ডসে আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর চোট কতটা গুরুতর তা নিয়ে কিছু জানায়নি ভারতীয় দল। যদিও অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, পন্থ খেলবেন। তার মাঝেই এ বার অনুশীলনে চোট পেয়েছেন অর্শদীপ সিংহ। বাঁহাতেই চোট পেয়েছেন বাঁহাতি পেসার। ফলে ম্যাঞ্চেস্টার চতুর্থ টেস্টে নামার আগে চাপ বাড়ছে শুভমন গিলদের।

Advertisement

২৩ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট। তার আগে বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টারে প্রথম অনুশীলন করেছে ভারতীয় দল। সেখানেই সাই সুদর্শনের একটা শট বাঁচাতে গিয়ে বাঁহাতে চোট পেয়েছেন অর্শদীপ। হাতের উপর ব্যান্ডেজ বাঁধতে দেখা যায় তাঁকে। তার পর আর বল করেননি অর্শদীপ। তাঁর চোট নিয়ে মুখ খুলেছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তিনি বলেন, “সাইয়ের শট আটকাতে গিয়ে চোট পেয়েছে অর্শদীপ। ওর আঙুল কেটে গিয়েছে। আমরা খতিয়ে দেখছি চোট কতটা গুরুতর। চিকিৎসকেরা নজর রাখছেন। যদি ওর আঙুলে সেলাইয়ের প্রয়োজন হয় তা হলে সেটা করা হবে।”

ভারতীয় দলে সুযোগ পেলেও প্রথম তিনটে টেস্টে খেলেননি অর্শদীপ। চতুর্থ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। কারণ, জসপ্রীত বুমরাহ ম্যাঞ্চেস্টারে খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তৃতীয় টেস্ট চলাকালীন মহম্মদ সিরাজকে দেখে মনে হচ্ছিল, পেশিতে টান ধরছে তাঁরা। টানা তিনটে টেস্ট তিনি খেলেছেন। ফলে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। দু’জনের মধ্যে এক জন না খেললে অর্শদীপের অভিষেক হতে পারে। এখন দেখার এই চোটের ধাক্কা সামলে কত দিনে সুস্থ হন ভারতের বাঁহাতি পেসার।

Advertisement

তার মাঝেই দুশখাতে জানিয়েছেন, বুমরাহ ম্যাঞ্চেস্টারে খেলতে পারেন। কারণ, এই টেস্টের উপর সিরিজ়ের ফল নির্ভর করছে। তিনি বলেন, “আমরা টেস্টের আগে এই সিদ্ধান্ত নেব। আমরা জানি, শেষ দুটো টেস্টের মধ্যে ও একটা খেলবে। যদি সেটাই হয় তা হলে ম্যাঞ্চেস্টারে খেলা ওর বেশি গুরুত্বপূর্ণ। কারণ, সিরিজ়ে টিকে থাকতে হলে এই টেস্ট আমাদের জিততেই হবে।” চতুর্থ টেস্টের আগে আট দিন বিশ্রাম পেয়েছেন বুমরাহ। ফলে সময়ও পাচ্ছেন তিনি। বোলিং আক্রমণ নিয়ে গৌতম গম্ভীর কী সিদ্ধান্ত নেন, সে দিকে নজর রয়েছে সকলের।

লর্ডসে ফিল্ডিংয়ের সময় বাঁহাতের আঙুলে চোট পেয়েছিলেন পন্থ। বাকি টেস্টে আর উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায়নি তাঁকে। তবে ব্যাট করেছেন। ব্যাট করার সময় বোঝা গিয়েছে, যথেষ্ট যন্ত্রণা হচ্ছে তাঁর। ব্যথার ওষুধ খেতে হয়েছে তাঁকে। ভারতের ব্যাটিং আক্রমণে পন্থ গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর চোট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও ঘোষণা না করলেও অধিনায়ক শুভমন জানিয়েছেন, পন্থ সুস্থ। তিনি ম্যাঞ্চেস্টারে খেলবেন। শুভমনের কথায় কিছুটা হলেও হাসি ফুটেছে সমর্থকদের মুখে।

সিরিজ়ে আপাতত এগিয়ে ইংল্যান্ড। প্রথম ও তৃতীয় টেস্ট জিতেছে তারা। ভারত জিতেছে দ্বিতীয় টেস্ট। দুটো টেস্ট হারলেও ভারত লড়াই করেছে। দুটো টেস্ট জেতার সুযোগ ছিল শুভমনদের। কিন্তু পারেননি তাঁরা। এই পরিস্থিতিতে চতুর্থ টেস্টে জয়ে ফেরার লক্ষ্যে ভারতীয় দল। কিন্তু চোটের ধাক্কা সমস্যা বাড়াচ্ছে তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement