জসপ্রীত বুমরাহ। ছবি: এক্স (টুইটার)।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১১২ রান দিয়েছেন জসপ্রীত বুমরাহ। পেয়েছেন ২ উইকেট। এর আগে টেস্টের এক ইনিংসে কখনও এত রান খরচ করেননি বুমরাহ। ৪৮তম টেস্ট খেলতে নেমে নিজের সুনামের প্রতি সুবিচার করতে পারলেন না তিনি।
টেস্টের এক ইনিংসে প্রথম বার ১০০ বা তার বেশি রান দিলেন বুমরাহ। বোলার বুমরাহের এটাই প্রথম ‘সেঞ্চুরি’। ২০২৪-২৫ মরসুমের বক্সিং ডে টেস্টের একটি ইনিংসে ৯৯ রান দিয়েছিলেন বুমরাহ। এত দিন পর্যন্ত সেটাই ছিল টেস্টের কোনও ইনিংসে তাঁর দেওয়া সবচেয়ে বেশি রান। তাঁর বলে কোনও দেশের ব্যাটারেরাই এক ইনিংসে ১০০ রান তুলতে পারেননি। শনিবার ম্যাঞ্চেস্টারে নিজের এই কৃতিত্ব আর ধরে রাখতে পারলেন না বুমরাহ।
ম্যাঞ্চেস্টারে চেনা ছন্দে দেখা যাচ্ছে না বুমরাহকে। তাঁর বলের গতিও বেশ কম। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেছেন মাত্র কয়েকটি। ইংল্যান্ডের প্রথম সারির কোনও ব্যাটারকে আউটও করতে পারেননি শুভমন গিলের দলের প্রধান স্ট্রাইক বোলার উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথ এবং স্পিনার-অলরাউন্ডার লিয়াম ডসনকে আউট করেছেন।
শুক্রবার সাজঘরে ফেরার সময় সিঁড়ি দিয়ে যখন উঠছিলেন, তাঁকে খোঁড়াতে দেখা গিয়েছিল। আট দিন বিশ্রামের পর টেস্ট খেলতে নামা বুমরাহের ফিটনেস নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।